• facebook
  • twitter
Friday, 9 January, 2026

হাজিরা দিতে হবে না অমর্ত্য সেনকে

পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ার সময় নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের নামের বানান ভুল থাকার কারণে কম্পিউটার সিস্টেমে মিস ম্যাচ হয়েছে

পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ার সময় নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের নামের বানান ভুল থাকার কারণে কম্পিউটার সিস্টেমে মিস ম্যাচ হয়েছে। ফলে তাঁর কাছে নোটিস পাঠানো হয়েছিল। তবে কমিশন জানিয়েছে, অমর্ত্য সেনকে হাজিরা দিতে হবে না।এদিকে রাজ্যে চলমান এসআইআর প্রক্রিয়ায় সাধারণ মানুষ-সহ পরিচিত ব্যক্তিদেরও নামের সামান্য গরমিল ধরা পড়লেই নোটিস পাঠানো হচ্ছে।

সম্প্রতি তৃণমূলের সাংসদ দেব এবং ক্রিকেটার মহম্মদ শামির কাছেও নোটিস গিয়েছিল কমিশনের। এ নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, দেশের জন্য নোবেল পুরস্কার এনে দেওয়া অমর্ত্য সেনকেও নোটিস পাঠানো হয়েছে। অভিষেক প্রশ্ন তুলেছেন, ‘এভাবে একজন বিশিষ্ট ব্যক্তিকেও হেনস্থা করা হলে সাধারণ মানুষদের কী হবে?’ অমর্ত্য সেনের জন্মস্থান শান্তিনিকেতন। দীর্ঘ সময় বিদেশে থাকলেও ভারতের নাগরিক হিসেবেই বসবাস করেন এবং নিয়মিত ভোটাধিকার প্রয়োগও করেন তিনি।

Advertisement

Advertisement

Advertisement