সব আদিবাসী পুরােহিতকে ভাতা, পূজারিদের নামের তালিকা চাইল নবান্ন

আদিবাসী পুরােহিতরা কোন মন্দিরে পুজো করেন? তাদের নাম কি? তাদের বিস্তারিত তালিকা দ্রুত নবান্নে পাঠানাের নির্দেশ দেওয়া হয়েছে।

Written by SNS Kolkata | October 17, 2020 2:32 am

প্রতিকি ছবি (Photo: iStock)

সব আদিবাসী পুরােহিতদের ভাতা দেওয়া হবে। সেকারণে আদিবাসী পুরােহিতদের নামের তালিকা চেয়ে পাঠাল নবান্ন। সব জেলার জেলাশাসকদের এই নির্দেশ দেওয়া হয়েছে নবান্নে তরফে।

এই আদিবাসী পুরােহিতরা কোন মন্দিরে পুজো করেন? তাদের নাম কি? তাদের বিস্তারিত তালিকা দ্রুত নবান্নে পাঠানাের নির্দেশ দেওয়া হয়েছে। প্রথম তালিকা চলে এসেছে।

দ্বিতীয় দফায় প্রতিষ্ঠিত মন্দিরের পূজারিদের নামের তালিকা প্রসঙ্গে নবান্নের বক্তব্য, যেন কোনও পুরােহিত বাদ না পড়েন। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, ৮ হাজার পুরােহিতের তালিকা তাদের কাছে রয়েছে।