• facebook
  • twitter
Saturday, 10 January, 2026

ইডির বিরুদ্ধে হাইকোর্টে গেল আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের পরিবার

ইডির তল্লাশি অভিযানকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করল আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের পরিবার। মামলা করতে চেয়ে হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা। মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে। শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা। বৃহস্পতিবার সকালে ইডির অভিযানের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীকের লাউডন স্ট্রিটের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন। সেখান থেকে তিনি সল্টলেকে আইপ্যাকের দপ্তরেও

ইডির তল্লাশি অভিযানকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করল আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের পরিবার। মামলা করতে চেয়ে হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা। মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে। শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা। বৃহস্পতিবার সকালে ইডির অভিযানের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীকের লাউডন স্ট্রিটের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন।

সেখান থেকে তিনি সল্টলেকে আইপ্যাকের দপ্তরেও যান। বেশ কিছু নথি এবং মোবাইল ও ল্যাপটপ নিয়ে নিজের গা়ড়িতে তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর এই অভিযানের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি। এ বার পাল্টা প্রতীকের পরিবার ইডি বিরুদ্ধে আদালতে মামলা করল। দু’টি মামলাই শুক্রবার শোনা হতে পারে। আইপ্যাক রাজ্য সরকারের পরামর্শদাতা সংস্থা। তাদের দপ্তর এবং প্রতীকের বাড়িতে বৃহস্পতিবার সকালে তল্লাশি চালায় ইডি। বেআইনি কয়লা পাচারের একটি মামলায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর পরেই ঘটনাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা।

Advertisement

প্রথমে প্রতীকের বাড়িতে যান তিনি। সেখান থেকে ফাইল, ল্যাপটপ নিয়ে সল্টলেকের দপ্তরে যান মুখ্যমন্ত্রী। ইডির এই অভিযান রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেন মমতা। তল্লাশির নামে তাঁর দলের নির্বাচনী কৌশল ছিনতাই করা হচ্ছে বলে দাবি তাঁর। পশ্চিমবঙ্গ এবং দিল্লির মোট দশটি জায়গায় কয়লা পাচার মামলায় তল্লাশি চলছে বলে জানিয়েছে ইডি। এর সঙ্গে নির্বাচনের বা কোনও রাজনৈতিক দলের সম্পর্ক নেই বলে জানিয়েছে তারা। সাংবিধানিক ক্ষমতার অপপ্রয়োগ করে মমতা তল্লাশিতে হস্তক্ষেপ করেন এবং জোর করে নথি, ডিজিটাল তথ্যপ্রমাণ ছিনতাই করে নিয়ে যান বলে অভিযোগ করে ইডি। তদন্তে বাধা দেওয়ার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি।

Advertisement

Advertisement