• facebook
  • twitter
Friday, 5 December, 2025

অগ্নিমিত্রা ও প্রতিমার বচসার জের, উত্তেজনা জয়নগরে

নিহত নির্যাতিতা নাবালিকার দেহ সংরক্ষণের দাবি জানিয়ে হাসপাতালে ধরনায় বসেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল

জয়নগরে চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যুর ঘটনায় উত্তেজনা। জয়নগরে মহিষমারি এলাকায় নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল। নিহত নির্যাতিতা নাবালিকার দেহ সংরক্ষণের দাবি জানিয়ে হাসপাতালে ধরনায় বসেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি কর্মীরা। হাসপাতালের সামনে জয়নগরের তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডলের সঙ্গে বচসা শুরু হয়ে যায় অগ্নিমিত্রা পালের। পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে তৃণমূল সাংসদের কাছে জবাব চান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। সাংসদ প্রতিমা মণ্ডলের সামনে রীতিমতো গর্জে ওঠেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তৃণমূলের সাংসদ প্রতিমা মণ্ডলকে ঘিরে গো ব্যাক স্লোগানও দেওয়া হয়।

অগ্নিমিত্রা পাল আঙুল উঁচিয়ে আরও বলেন, ‘আপনি এখানকার সাংসদ ও অভিভাবক। তাই আপনাকে জবাব দিতে হবে।’

Advertisement

এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপিকে পাল্টা জবাব দিলেন জয়নগরের তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল। প্রতিমা মণ্ডলের কথায়, ‘এটাই ওঁদের শিক্ষা। আমি কাউকে কিছু বলিনি। কিন্তু ওঁরা শিখিয়ে দিচ্ছে, আমার শাড়ি খুলে দেওয়া হোক। তাতে আমি ভয় পাই না।’

Advertisement

জয়নগরে নাবালিকার মৃত্যুর ঘটনায় অভিযুক্তকে ভোররাতেই গ্রেপ্তার করে পুলিশ। বারুইপুর পুলিশ জেলার এসপি পলাশচন্দ্র ঢালি বলেন, ‘খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত। ধর্ষণের যে অভিযোগ উঠছে তা খতিয়ে দেখা হচ্ছে। ধর্ষণের অভিযোগ স্বীকার করেননি অভিযুক্ত। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। আমাদের পুলিশের পুরো টিম ঘটনাস্থানে আছে। এখানে মহিষমারি পুলিশ ক্যাম্প আছে। আমরা রাত ৯টায় খবর পেয়েছি। তারপরই তদন্ত শুরু করি।’

 

 

Advertisement