• facebook
  • twitter
Friday, 20 September, 2024

শাহের সঙ্গে বৈঠকের পরই পাহাড়ে রাজ্যপাল জগদীপ ধনকড়

পশ্চিমবঙ্গের রাজাপাল জগদীপ ধনকড়ের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি টুইট করে জানানাে হয়েছে, ২৮ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দিল্লিতে থাকবেন রাজাপাল

পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর। (File Photo: IANS)

নভেম্বর মাসে পাহাড়ে যাচ্ছেন রাজা পাল। আর রাজাপালের এই পাহাড় সফর নিয়ে তৈরি হয়েছে একাধিক জল্পনা।

পশ্চিমবঙ্গের রাজাপাল জগদীপ ধনকড়ের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি টুইট করে জানানাে হয়েছে, ২৮ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দিল্লিতে থাকবেন রাজাপাল। ২৯ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করবেন।

বর্তমান রাজনীতির প্রেক্ষাপটের ওপর দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে রাজ্যপালের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

বিমল গুরুং তৃণমুলের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার পর থেকেই পাহাড়ের রাজনৈতিক সমীকরণ অত্যন্ত জটিল হয়ে দাঁড়িয়েছে। তাই এ সময় অমিত শাহর সঙ্গে বৈঠকের ঠিক পরেই রাজ্যপালের পাহাড় সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।