সিবিআই নােটিশ পাঠাতেই পারে অধীর চৌধুরি

রবিবার তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নােটিশ দেয় সিবিআই।

Written by SNS Kolkata | February 22, 2021 12:40 pm

অধীর চৌধুরি (Photo: SNS)

রবিবার তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নােটিশ দেয় সিবিআই। এ নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর চৌধুরিকে প্রশ্ন করেন সাংবাদিক। কংগ্রেস কার্যালয়ে বসে অধীরবাবু বলেন, ‘যদি কয়লা পাচার কাণ্ডে কেউ জড়িয়ে থাকে, তাহলে সিবিআই নােটিশ পাঠাতেই পারে।

কিন্তু আমরা দেখবাে, তদন্ত যেন নিরপেক্ষ হয়। তবে কোনও অপরাধী যেন নিষ্কৃতি না পায়। সিবিআইয়ের নােটিশ পাঠানাে নিয়ে আমি অবাক হওয়ার মতাে কিছু দেখছি না। বাংলায় এটা সবাই জানে কয়লা, গরু, বালি পাচারের সঙ্গে সরকারি দলের বিশাল একটা অংশ, বহু নেতা নেত্রী এবং প্রশাসনের বড়াে বড়াে কর্তারা জড়িত। ফলে কারও রুিদ্ধে সিবিআই নােটিশ পাঠাতেই পারে।