• facebook
  • twitter
Wednesday, 17 December, 2025

করােনা আক্রান্ত হওয়ায় ভােট দিতে পারলেন না অভিনেত্রী পার্ণো মিত্র

টলিউডে ফের করােনার থাবা। এবার করােনা আক্রান্ত অভিনেত্রী তথা বরানগরের বিজেপি প্রার্থী পর্ণো মিত্র। সােমবার সকালেই সােশ্যাল মিডিয়ায় এই কথা জানিয়েছেন পর্ণো।

পার্ণো মিত্র (Photo:Facebook@parnomittra31)

টলিউডে ফের করােনার থাবা। এবার করােনা আক্রান্ত অভিনেত্রী তথা বরানগরের বিজেপি প্রার্থী পর্ণো মিত্র। সােমবার সকালেই সােশ্যাল মিডিয়ায় এই কথা জানিয়েছেন পর্ণো। তিনি লিখেছেন, সকলের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চাই।

আমি কোভিড পজিটিভ। সকলের আরােগ্য কামনার জন্য ধন্যবাদ। আমি অসুস্থ হলেও তাড়াতাড়ি সেরে উঠছি। আমার খুবই খারাপ লাগছে যে আমি এবার আমার ভােটটি দিতে পারছি না।

Advertisement

কিন্তু যাত্রা এখনও শেষ হতে বহু দেরি এবং আমরা আমাদের লক্ষ্যে অবিচল থাকব। গত সাত দিনে আমার কাছাকাছি যাঁরা এসেছেন প্রত্যেককেও কোয়ারেন্টাইনে যাওয়ার এবং করােনা পরীক্ষা করার অনুরােধ করব। ভাল থাকবেন।

Advertisement

সব শেষে বলতে চাই দয়া করে নিরাপদ থাকবেন মাস্ক পরবেন। আসুন আমরা সকলে সুস্থ আনন্দের এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রার্থনা করি।

Advertisement