• facebook
  • twitter
Saturday, 14 September, 2024

বুকে তীব্র যন্ত্রণা, হাসপাতালে ফেলুদা ওরফে সব্যসাচী, বসল পেসমেকার

কলকাতা, ২১ মার্চ: মঙ্গলবার রাতে আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বর্ষীয়ান অভিনেতা সব্যসাচী চক্রবর্তী৷ হঠাৎ বুকে তীব্র যন্ত্রণার উপসর্গ নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে৷ জানা গিয়েছে, এদিন বাডি়তেই তিনি তাঁর শরীরে অস্বস্তি বোধ করেন৷ তারপরই তাঁর বুকে যন্ত্রণা শুরু হয়৷ এরপরই অভিনেতাকে তডি়ঘডি় হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন তাঁর পরিবারের

কলকাতা, ২১ মার্চ: মঙ্গলবার রাতে আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বর্ষীয়ান অভিনেতা সব্যসাচী চক্রবর্তী৷ হঠাৎ বুকে তীব্র যন্ত্রণার উপসর্গ নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে৷ জানা গিয়েছে, এদিন বাডি়তেই তিনি তাঁর শরীরে অস্বস্তি বোধ করেন৷ তারপরই তাঁর বুকে যন্ত্রণা শুরু হয়৷ এরপরই অভিনেতাকে তডি়ঘডি় হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন তাঁর পরিবারের সদস্যরা৷ এই মুহূর্তে তিনি ওই বেসরকারি হাসপাতালেই ভর্তি রয়েছেন৷

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, প্রথমেই তাঁর শারীরিক পরীক্ষা করা হয়৷ পরীক্ষা-নিরীক্ষায় হার্টে ব্লকেজ ধরা পডে়৷ অবশ্য তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল৷ তবে চিকিৎসকদের পরামর্শ মতো বুধবার বাইপাসের বেসরকারি হাসপাতালে তাঁর বুকে পেসমেকার বসানো হয়৷

অবশ্য সব্যসাচীর ইন্ডাস্ট্রির বন্ধু-বান্ধব পরিচালক-নাট্যব্যক্তিত্ব এবং চিকিৎসক কমলেশ্বর মুখোপাধ্যায় জানিয়েছেন, বন্ধুর শারীরিক অবস্থার কথা তিনি কিছুই জানতেন না৷ পরিচালক অনীক দত্তরও একই কথা৷ তিনিও জানিয়েছেন যে, এব্যাপারে তিনি কিছুই জানেন না৷ তাঁর অসুস্থতার কথা শুনে উদ্বেগ প্রকাশ করেছেন অনীক-কমলেশ্বররা৷

উল্লেখ্য, গত সপ্তাহে ছেলে-পুত্রবধূ গৌরব-ঋদ্ধিমার ৬ মাসের পুত্র, তথা নাতি ধীরের অন্নপ্রাশনে তদারকির দায়িত্ব দারুণভাবেই সামলেছিলেন সব্যসাচী৷ অতিথি আপ্যায়ন থেকে শুরু করে সব দিকটাই তাঁর তদারকিতেই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়৷ তারপরই সব্যসাচীর অসুস্থতার খবর পাওয়া যায়৷

প্রসঙ্গত, বাঙালির ফেলুদা চরিত্রে কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায় ব্যাটন ছাড়ার পর, সেই হাল ধরেছিলেন সব্যসাচী৷ শুধু তাই নয়, সাফল্যের সঙ্গে সেই ধারাকে বজায় রেখেছিলেন তিনি৷ খুব কম সময়ের মধ্যে দর্শকের পরবর্তী প্রিয় ফেলুদা হয়ে ওঠেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী৷ তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন ইন্ডাস্ট্রির বন্ধু-বান্ধবরা৷