• facebook
  • twitter
Friday, 11 October, 2024

প্রয়াত অভিনেতা রমেন রায়চৌধুরী

প্রয়াত অভিনেতা রমেন রায়চৌধুরী

রমেন রায়চৌধুরী

আবার আরেকটা মৃত্যু। চিন্ময় রায়ের পর রমেন রায়চৌধুরী। এই বর্ষীয়ান অভিনেতার জীবনাবসান হল মঙ্গলবার ভোর পাঁচটায়। বয়স হয়েছিল পঁচাত্তর বছর। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন। সেই সঙ্গে কিডনিরও সমস্যা দেখা দিয়েছিল। অবশেষে মারণরোগের কাছে হার মানলেন তিনি। পরিবার সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই চিকিৎসা চলছিল তাঁর। কয়েকদিন আগে অবস্থার অবনতি হওয়াতে হাসপাতালে ভর্তি করা হয় রমেন রায়চৌধুরিকে। চিকিৎসায় সেভাবে সাড়া না দেওয়ায় তাঁকে বাড়ি নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা । এরপর মঙ্গলবার জীবনাবসান ঘটল তাঁর। বড়পর্দার পাশাপাশি টেলিভিশনেও যথেষ্ট জনপ্রিয় ছিলেন রমেন রায়চৌধুরী। একাধিক নামীদামি তারকার সঙ্গে একসঙ্গে অভিনয় করেছেন। সুপার হিট সিনেমার সঙ্গে পাল্লা দিয়ে টেলিভিশনে মেগা সিরিয়ালে অভিন্য় করতে দেখা গিয়েছে তাঁকে । অভিনেতার প্রয়াণে টলিপাড়ায় নেমেছে শোকের ছায়া।