• facebook
  • twitter
Friday, 5 December, 2025

হলফনামায় স্বাক্ষর করতে হাইকোর্টে অভিষেক

সোমবার আচমকা হাইকোর্টে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের হাইকোর্টে যাওয়া নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে।

সোমবার আচমকা হাইকোর্টে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের হাইকোর্টে যাওয়া নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। এরপরে আদালত সূত্রে জানা যায়, হলফনামা জমা দিতে হাইকোর্টে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০২৪ সালে লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে যে ফলাফল হয়েছিল তা নিয়ে আদালতে মামলা করা হয়। নির্বাচনের ফলাফল নিয়ে কারচুপি করার অভিযোগ উঠেছিল অভিষেকের বিরুদ্ধে। মামলা করেছিলেন ডায়মন্ড হারবারের বিরোধী দলনেতা। এরপরেই আদালত ভোট জয়ী অভিষেককে সেই মামলার পরিপ্রেক্ষিতে নিজের বক্তব্য পেশ করতে বলে।

কিন্তু সেই নির্দেশে অভিষেক কোনও সাড়া না দিলে তাঁকে ২৮ আগস্টের মধ্যে তাঁর নিজের বক্তব্যের হলফনামা দিতে বলে।এরপরেই সোমবার বেলা ১১ টা নাগাদ নিজের বক্তব্যের হলফনামায় সই করতে হাইকোর্টে যান অভিষেক। হাইকোর্টে অভিষেককে দেখতেই তাঁকে ঘিরে ধরে সেলফি তোলেন কিছু আইনজীবীরা। তাঁর কাছ থেকে অটোগ্রাফও চেয়ে বসেন অনেকে। সেই আবদার হাসিমুখেই মেনে নিয়ে সেইসব আর্জি পূরণ করেন তিনি। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৪ সেপ্টেম্বর হবে বলে জানা গিয়েছে।

Advertisement

আদালত সূত্রে খবর, বেলা ১১টা নাগাদ কলকাতা হাইকোর্টের এফ নম্বর গেট থেকে হাইকোর্টে প্রবেশ করে অভিষেকের কনভয়। ওথ কমিশনারের ঘরের উদ্দেশে হেঁটে যান তিনি। এরপরে নিজের বক্তব্যের হলফনামায় স্বাক্ষর করে তিনি চলে যান।

Advertisement

গত ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে অভিষেক প্রায় ৭ লক্ষ ১০ হাজার ভোটের ব্যবধানে জয়ী হন। অভিষেকের মোট ভোট ছিল প্রায় ১০ লক্ষ ৪৮ হাজার। সেখানে বিরোধী দলনেতা অভিজিৎ দাস ভোট পান ৩ লক্ষ ৩৭ হাজার। এরপরেই বিজেপি নেতা অভিজিৎ দাসের বক্তব্য ছিল, নির্বাচনের ফলাফলে কারচুপি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারচুপি করেই তিনি নির্বাচনে জয়ী হয়েছেন। এরপরেই অভিষেকের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেন তিনি। তিনি তখন বলেছিলেন ভোটের নাম প্রহসন হয়েছে ডায়মন্ড হারবারে।

তাঁর অভিযোগ ছিল, হাইকোর্টে বুথ দখল ও ছাপ্পা ভোট দেওয়া হয়েছে। এই মামলার পরে আদালত থেকে অভিষেককে একটি হলফনামা জমা দিতে বলেছিল। কিন্তু অভিষেক সেই নির্দেশকে কার্যকর করেনি। এরপরে আদালত জরিমানার হুঁশিয়ারি দেন অভিষেককে। নির্দেশ দেওয়া হয় আগামী ২৮ আগস্টের মধ্যে তাঁকে হলফনামা জমা দিতে হবে। সেই নির্দেশমতো অভিষেক সোমবার কলকাতা আদালতে গিয়ে নিজের একটি বক্তব্যের হলফনামায় সই করে বেরিয়ে যান। যাওয়ার পথেই তাঁকে ঘিরে জড়ো হয় আইনজীবীরা। সেলফি তোলা, অটোগ্রাফ এইসব দাবি করেন তাঁরা অভিষেকের কাছে।

Advertisement