আজ, ৯ জুন আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ–খুনের ঘটনার ১০ মাস পূর্ণ হচ্ছে। এই দিনে নির্যাতিতা চিকিৎসককে স্মরণ করে আরজি কর হাসপাতাল প্রাঙ্গণে জমায়েত কর্মসূচি করার ডাক দিয়েছে অভয়া মঞ্চ। পাশাপাশি এ দিন টালা থানা অভিযান কর্মসূচিও করা হবে।
রবিবার নিহত চিকিৎসকের স্মরণে সোদপুরে জমায়েত কর্মসূচি পালন করেছে অভয়া মঞ্চ। সেখানে উপস্থিত ছিলেন চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ। অন্যদিকে, গড়িয়াহাটে সকাল ১০ থেকে দুপুর ২টো পর্যন্ত অভয়া ক্লিনিকের আয়োজন করেছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট।
আর দুই মাস পর আরজি কর কাণ্ডের এক বছর পূর্ণ হবে। এর মধ্যে এই ঘটনায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। যদিও নির্যাতিতার পরিবারের দাবি, তাঁদের মেয়ের মৃত্যুর পিছনে বৃহত্তর ষড়যন্ত্র কাজ করেছে। এর সঠিক তদন্ত করতে ব্যর্থ হয়েছে সিবিআই। তদন্তকারী আধিকারিকদের বিরুদ্ধে টাকা খাওয়ারও অভিযোগ তুলেছেন নির্যাতিতার বাবা–মা।