• facebook
  • twitter
Monday, 15 December, 2025

কসবায় বিশেষভাবে সক্ষম যুবককে মার

দীপাবলির রাতে মদ্যপ দুই দুষ্কৃতীর হাতে মার খেলেন স্থানীয় যুবক

দীপাবলির রাতে মদ্যপ দুই দুষ্কৃতীর হাতে মার খেলেন স্থানীয় যুবক। রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ। জানা গিয়েছে, আক্রান্ত যুবক বিশেষভাবে সক্ষম। ঝামেলা থামাতে এসে মার খান তাঁর কাকাও। থানায় অভিযোগ দায়ের হয়েছে দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বিশেষভাবে সক্ষম যুবকের নাম মঙ্গল হালদার। তিনি কসবার যোগেন্দ্র গার্ডেন এলাকার বাসিন্দা। তাঁর বাড়ির সামনে কালীপুজোর আয়োজন করা হয়েছে দেখে তিনি প্রশ্ন তোলেন, কারা এই আয়োজন করেছে? পুজোর জন‌্য কোনও অনুমতি নেওয়া হয়েছে কিনা।

Advertisement

সেই সময় এলাকার কয়েকজন ব‌্যক্তির সঙ্গে তাঁর গোলমাল বাধে। মুহূর্তে উত্তেজনা ছড়ায়। এরপর তাঁকে রাস্তার ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। তাঁর চিৎকার শুনে বাড়ি থেকে বেরিয়ে আসেন যুবকের কাকা বলরাম হালদার। তিনিও দুষ্কৃতীর হাতে আক্রান্ত হন।

Advertisement

Advertisement