• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বাঙালি হেনস্থার বিরুদ্ধে কল্যাণীতে মহামিছিল

আইএনটিটিইউসির জেলা সভাপতি সনৎ দে, তৃণমূল নেতা শুভঙ্কর সিংহ, কল্যাণী পৌরসভার পৌর পারিষদ অরূপ মুখার্জি, গয়েশপুরের তৃণমূল কাউন্সিলার বান্টি নন্দী, মহিলা নেত্রী বর্ণালী দে-সহ আরো অনেকে।

নিজস্ব চিত্র

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি ও বাংলাভাষীদের হেনস্থার বিরুদ্ধে বুধবার নদিয়ার রানাঘাট দক্ষিণ জেলার তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ কল্যাণীতে মহামিছিলের আয়োজন করা হয়।

কল্যাণী মেন স্টেশন থেকে কল্যাণী পৌরসভা পর্যন্ত এই মিছিল হয়। মিছিলে অংশগ্রহণ করেছিলেন রানাঘাট দক্ষিণ জেলার জেলা সভাপতি দেবাশীষ গাঙ্গুলি, রানাঘাটের দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী, আইএনটিটিইউসির জেলা সভাপতি সনৎ দে, তৃণমূল নেতা শুভঙ্কর সিংহ, কল্যাণী পৌরসভার পৌর পারিষদ অরূপ মুখার্জি, গয়েশপুরের তৃণমূল কাউন্সিলার বান্টি নন্দী, মহিলা নেত্রী বর্ণালী দে-সহ আরো অনেকে।

Advertisement

দলের নেতারা জানান, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি ও বাংলাভাষীদের হেনস্থার বিরুদ্ধে এই মহামিছিল।

Advertisement

Advertisement