• facebook
  • twitter
Thursday, 18 December, 2025

ন্যাশনাল হেরাল্ড মামলায় তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস নেত্রীদের আটক

তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির মহিলা শাখার এক নেত্রী বলেন, ‘ন্যাশনাল হেরাল্ড মামলাকে সামনে রেখে বিজেপি বিরোধীদের কণ্ঠরোধ করতে চাইছে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

ন্যাশনাল হেরাল্ড মামলাকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে পথে নামায় হায়দরাবাদে তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির মহিলা শাখার একাধিক নেত্রীকে আটক করল পুলিশ। বৃহস্পতিবার শহরের ব্যস্ত এলাকায় বিজেপি বিরোধী বিক্ষোভ কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিক্ষোভকারীদের আটক করে পুলিশ ভ্যানে তুলে নেয় হায়দরাবাদ পুলিশের একটি দল।

কংগ্রেসের মহিলা নেত্রীদের অভিযোগ, ন্যাশনাল হেরাল্ড মামলার নামে বিরোধী কণ্ঠ রোধ করতে রাজনৈতিক প্রতিহিংসার পথ বেছে নিয়েছে বিজেপি। তাঁদের দাবি, কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে কংগ্রেস নেতৃত্বকে হেনস্থা করা হচ্ছে। বিক্ষোভ চলাকালীন নেত্রীদের হাতে প্ল্যাকার্ড দেখা যায়, যেখানে বিজেপির বিরুদ্ধে ‘গণতন্ত্র ধ্বংসের’ অভিযোগ তোলা হয়।

Advertisement

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবেই কর্মসূচি শুরু করেছিলেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। কংগ্রেসের মহিলা শাখার নেত্রীদের অভিযোগ, কোনও রকম উসকানি ছাড়াই পুলিশ জোর করে তাঁদের আটক করে। এতে ঘটনাস্থলে উত্তেজনা বাড়ে এবং সাময়িক যান চলাচলেও বিঘ্ন ঘটে।

Advertisement

তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির মহিলা শাখার এক নেত্রী বলেন, ‘ন্যাশনাল হেরাল্ড মামলাকে সামনে রেখে বিজেপি বিরোধীদের কণ্ঠরোধ করতে চাইছে। আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাচ্ছিলাম। কিন্তু গণতান্ত্রিক অধিকারকে উপেক্ষা করে আমাদের আটক করা হয়েছে।’ তিনি আরও জানান, এই ধরনের পদক্ষেপ কংগ্রেস কর্মীদের আন্দোলন থেকে সরাতে পারবে না।

অন্যদিকে, হায়দরাবাদ পুলিশের তরফে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা বজায় রাখতেই এই পদক্ষেপ করা হয়েছে। পুলিশের দাবি, অনুমতি ছাড়া বিক্ষোভ হওয়ায় এবং যান চলাচলে সমস্যা তৈরি হওয়ায় নেত্রীদের সাময়িকভাবে আটক করা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁদের ছেড়ে দেওয়া হয় বলে পুলিশ সূত্রে খবর।

এই ঘটনায় রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, ন্যাশনাল হেরাল্ড মামলা নিয়ে বিজেপির অবস্থানের প্রতিবাদ আরও জোরদার হবে। একই সঙ্গে তাঁরা দাবি করেছেন, গণতান্ত্রিক প্রতিবাদ দমন করে কোনওভাবেই সত্যকে আড়াল করা যাবে না।

Advertisement