• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কয়েক মাসেই উদ্ধার চুরি যাওয়া ৬টি টোটো, গ্রেপ্তার ৩

উদ্ধার চুরি যাওয়া ৬ টি টোটো। গ্রেপ্তার ৩ ব্যক্তি। খুশি টোটো মালিকরা। কল্যাণী থানার পুলিশ অফিসারদের এই তৎপরতার প্রশংসা করেছে টোটোচালকরা।

উদ্ধার চুরি যাওয়া ৬ টি টোটো। গ্রেপ্তার ৩ ব্যক্তি। খুশি টোটো মালিকরা। কল্যাণী থানার পুলিশ অফিসারদের এই তৎপরতার প্রশংসা করেছে টোটোচালকরা। গত কয়েক মাসে কল্যাণী থানার অন্তর্গত এইমস ও জেএনএম হাসপাতাল চত্বর থেকে চুরি হয় মোট ৬টি টোটো। অভিযোগ জমা পড়ে কল্যাণী থানায়।

রানাঘাট পুলিশ জেলার ডিএসপি (হেডকোয়ার্টার) শেখ সামসুদ্দিনের নেতৃত্বে এবং কল্যাণী থানার আইসি দেবাশীষ পন্ডার প্রচেষ্টায় তদন্তে নামে কল্যাণী থানার পুলিশ। এরপর মেলে সাফল্য। পুলিশের জালে ধরা পড়ে তিন ব্যক্তি।

Advertisement

রানাঘাট পুলিশ জেলার ডিএসপি (হেডকোয়ার্টার) শেখ সামসুদ্দিন বলেন, ধৃত তিনজনের নাম চন্দন সরকার, সুজন মণ্ডল ও রাজেন বিশ্বাস। মূল পাণ্ডা চন্দন সরকার। চন্দনকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়। নাম পাওয়া যায় সুজন মণ্ডলের। সুজনকে পুলিশ হেফাজতের নেওয়ার পর রাজেন বিশ্বাসের নাম উঠে আসে। সুজনের কাছে ছিল তিনটি টোটো, যা কৃষ্ণগঞ্জ থেকে উদ্ধার করা হয়। রাজেনের কাছে থাকা তিনটি টোটো পূর্ব বর্ধমানের কালনা থেকে উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, মূলত বিক্রি করার উদ্দেশ্যে টোটগুলি চুরি করা হয়েছিল।

Advertisement

Advertisement