• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কঙ্কালীতলায় ৫১ কুমারী পুজো

এদিন কালীমন্দির সংলগ্ন পঞ্চবটী গাছের নিচে পুজোর আয়োজন করা হয়েছিল। সতীর দেহের ৫১ খণ্ডের সংকল্প করে ঘটে স্থাপন করা হয়।

একান্নটি সতীপীঠের অন্যতম হল বীরভূমের শান্তিনিকেতনের অদূরে কঙ্কালীতলা। প্রতি বছরের মতো এবছরও ত্রয়োদশী তিথিতে সেখানে অনুষ্ঠিত হয়েছে ৫১ কুমারী পুজো। ৫-৯ বছর বয়সি এই সব কুমারীকে লালপেড়ে শাড়ি পরিয়ে দেবী রূপে পুজো করা হয়েছে। এই পুজোকে কেন্দ্র করে ভক্তসমাগম হয়েছে কঙ্কালীতলা চত্বরে। বসেছে মেলা। শঙ্খধ্বনীতে ধরে উঠেছে আশপাশ। এদিন কালীমন্দির সংলগ্ন পঞ্চবটী গাছের নিচে পুজোর আয়োজন করা হয়েছিল। সতীর দেহের ৫১ খণ্ডের সংকল্প করে ঘটে স্থাপন করা হয়। তারপর মন্ত্রোচ্চারণের মাধ্যমে সতীর পূর্ণাঙ্গ রূপে পুজো সম্পন্ন হয়।

জানা গিয়েছে, প্রায় ৪৮ বছর আগে কাপাসটিকুড়ি গ্রামের চট্টোপাধ্যায় পরিবারের সদস্য বুদ্ধদেব চট্টোপাধ্যায় প্রথম এই কুমারী পুজো শুরু করেন। তিনি পুজো করার স্বপ্নাদেশ পেয়েছিলেন। তারপর থেকে এখনও পর্যন্ত এই পুজো হয়ে থাকে। পুজোর পর কুমারীদের হাতে দেওয়া খাবার ভক্তদের মধ্যে প্রসাদ হিসেবে বিতরণ করা হয়।

Advertisement

Advertisement

Advertisement