কালীপুজো উপলক্ষ্যে সেজে উঠেছে নৈহাটি। এর মধ্যেই একটি খাবারের স্টলে সিলিন্ডার বিস্ফোরণের জেরে আগুন লাগার মতো ঘটনা ঘটেছে। এর জেরে আগুন লেগে ভস্মীভূত হয়ে যায় পাঁচটি স্টল। রবিবার নৈহাটি রেল মাঠ এলাকায় ঘটনাটি ঘটে। কালীপুজোর আগের দিন এই অগ্নিকাণ্ডে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
কালীপুজো উপলক্ষ্যে প্রতি বছরের মতো এবছরও রেল মাঠে মেলা বসেছে। সেখানে বসানো হয়েছিল বিভিন্ন খাবারের স্টল। রবিবার সেই স্টলগুলির মধ্যে একটিতে আচমকাই সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এর জেরে আগুন লেগে পাঁচটি স্টল ভস্মীভূত হয়ে যায়। প্রাথমিক পর্যায়ে স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলবাহিনী। দমকলের ৩টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
রবিবার কালীপুজো উপলক্ষ্যে বড়মা মন্দির চত্বরে ছিল প্রচুর ভিড়। মন্দির সংলগ্ন এলাকায় আসতে যাতে মানুষের সমস্যা না হয় সেই জন্য কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন। এই পরিস্থিতিতে কালীপুজোর আগের দিন রেল মাঠ এলাকায় এই দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
Advertisement