• facebook
  • twitter
Wednesday, 4 December, 2024

ছত্তিশগড়ে লোহার খনিতে চাপা পড়ে ৩ বাঙালি সহ মৃত ৪ শ্রমিক

রায়পুর, ২৮ ফেব্রুয়ারি: ছত্তিশগড়ের লৌহ আকরিক খনিতে ভয়াবহ ধস। প্রাণ হারালেন ৪ জন শ্রমিক। গতকাল মঙ্গলবার বিকেল ৩টে নাগাদ দান্তেওয়াড়ার কিরনদুল থানা এলাকায় এই ধসের ঘটনা ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিস ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। দুই  জনের দেহ তখনই এবং বাকি দুই জনের দেহ সন্ধ্যেবেলা উদ্ধার হয়। মৃতদের মধ্যে তিন জন পশ্চিমবঙ্গের বাসিন্দা।

প্রতীকী চিত্র

রায়পুর, ২৮ ফেব্রুয়ারি: ছত্তিশগড়ের লৌহ আকরিক খনিতে ভয়াবহ ধস। প্রাণ হারালেন ৪ জন শ্রমিক। গতকাল মঙ্গলবার বিকেল ৩টে নাগাদ দান্তেওয়াড়ার কিরনদুল থানা এলাকায় এই ধসের ঘটনা ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিস ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। দুই  জনের দেহ তখনই এবং বাকি দুই জনের দেহ সন্ধ্যেবেলা উদ্ধার হয়। মৃতদের মধ্যে তিন জন পশ্চিমবঙ্গের বাসিন্দা। ঘটনায় জখম হয়েছেন আরও ২ জন শ্রমিক। মৃতদের নাম তুষার বালা (৪৯), বিট্টু বালা (২৬), নির্মল বালা (৫৬) ও সন্তোষ দাস (২৯)। মৃত সন্তোষ দাস বিহারের বাসিন্দা। বাকি সবাই বাংলার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ঘটনার সময় খনির ৩ নম্বর স্ক্রিনিং প্ল্যান্টে কাজ চলছিল। সেই সময় আচমকা একটি বিরাট আকারের পাথর খসে পড়ে। তখন ওই চত্বরে ১৪ জন শ্রমিক কাজ করছিলেন। পাথরের নীচে চাপা পড়ে তৎক্ষনাৎ চার জনের মৃত্যু হয়। ঘটনায় দোষীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে বলে জেলা প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে।