হিমাচল প্রদেশের মাউন্ট আলি রত্নিটিব্বা আরোহণ করতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন ওই অভিযাত্রীরা। ব্যক্তিগত উদ্যোগেই অভিযানে গিয়েছিলেন ওই চার বন্ধু। ছিলেন কলকাতার পার্শিবাগান গড়পার রোডের বাসিন্দা অভিজিৎ বণিক, হরিদেবপুরের চিন্ময় মণ্ডল, যাদবপুরের রিজেন্ট এস্টেটের দিবস দাস এবং এনায়েত নগরের বাসিন্দা বিনয় দাস। গত চারদিন ধরেই তাঁদের খোঁজ মিলছিল না।
Advertisement
Advertisement



