• facebook
  • twitter
Friday, 5 December, 2025

গ্রেপ্তার আরও ৩৮ অনুপ্রবেশকারী

রবিবার স্বরূপনগরে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ৩৮ জনকে আটক করে বিএসএফ

প্রতিনিধিত্বমূলক চিত্র

ফের গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী। রবিবার স্বরূপনগরে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ৩৮ জনকে আটক করে বিএসএফ। তাঁদের পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাঁদেরি বিরুদ্ধে অভিযোগ, তাঁরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিলেন।
পুলিশ জানিয়েছে, ধৃত ৩৮ জনের মধ্যে মহিলারাও রয়েছেন। তাঁরা প্রত্যেকেই বাংলাদেশের বাসিন্দা। গত কয়েক বছর ধরে তাঁরা ভারতের বিভিন্ন এলাকায় অবৈধভাবে বসবাস করতেন। রাজ্যে এসআইআর ঘোষণার পর থেকে সীমান্ত এলাকায় অনুপ্রবেশকারীদের গ্রেপ্তারির সংখ্যা বেড়ে গিয়েছে। গত তিন দিনে শুধুমাত্র স্বরূপনগর সীমান্ত দিয়েই ৯৪ জন অবৈধভাবে বাংলাদেশে ফিরে যাওয়ার সময় বিএসএফের হাতে ধরা পড়েছেন।
পুলিশ সূত্রে খবর, গত ৩১ অক্টোবর বিথারি সীমান্ত থেকে ১১ জন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন। ১ নভেম্বর তারালি সীমান্ত এলাকা দিয়ে পালানোর সময় ৪৫ জনকে ধরে সীমান্ত রক্ষী বাহিনী। রবিবার অর্থাৎ ২ নভেম্বর বিথারি সীমান্তে ফের ৩৮ জন ধরা পড়েন।

Advertisement

Advertisement