বাংলার সিনেপ্রেমীদের জন্য সুখবর। সারা বছরের অপেক্ষার অবসান। শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে আগামী ৬ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত। এ বছর ৩১ তম বছরে পা দিল কলকাতা চলচ্চিত্র উৎসব। মঙ্গলবার রবীন্দ্র সদনে একটি বৈঠক হয়। বৈঠকে উৎসবের সময়সূচি ঘোষণা করা হয়। চলচ্চিত্র উৎসবের সময়সূচি ঘোষণা করেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস।তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, শান্তনু বসু, পরিচালক হরনাথ চক্রবর্তী, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক, জুন মালিয়া ও পোল্যান্ডের প্রতিনিধি জয়দীপ রায়।
রবীন্দ্র সদন, নন্দন ও শিশির মঞ্চে মূলত ছবি দেখানো হবে। ফিল্ম ফেস্টিভ্যালের এবারের থিম, ‘চলচ্চিত্র মেলায় বিশ্ব’। ফোকাস কান্ট্রি হিসেবে নির্বাচিত হয়েছে পোল্যান্ড। ধনধান্য অডিটোরিয়ামে এবছরের চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠান পরিবেশনায় থাকছেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়।
Advertisement
উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে অজয় কর পরিচালিত, উত্তম কুমার ও সুচিত্রা সেন অভিনীত সোনালি যুগের অন্যতম শ্রেষ্ঠ ছবি, ‘সপ্তপদী’। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে থাকবেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও জুন মালিয়া। সূত্রের খবর, উদ্বোধনী অনুষ্ঠান থাকবেন প্রবীণ অভিনেতা শত্রুঘ্ন সিনহা, বিশিষ্ট পরিচালক রমেশ সিপ্পি। এছাড়া থাকতে পারেন কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর।
Advertisement
মন্ত্রী অরূপ বিশ্বাস এদিন জানান, এ বছর উৎসবে প্রদর্শিত হবে ১৮৫টি পূর্ণদৈর্ঘ্যের, ৩০টি স্বল্পদৈর্ঘ্যের ছবি এবং ৩৫টি ডকুমেন্টারি। মোট ১৮টি ভারতীয় ভাষা এবং ৩০টি বিদেশি ভাষার সিনেমা স্থান পেয়েছে এই বছরের উৎসবে। জমা পড়েছিল প্রায় ১,৮২৭টি ছবি, যার মধ্যে থেকে ৩৯টি দেশের ২১৫টি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে প্রদর্শনের জন্য।
প্রতি বছরের মতো এবারও থাকছে জনপ্রিয় বিভাগ ‘সিনে আড্ডা’, যার নাম এবার মুখ্যমন্ত্রী দিয়েছেন ‘গানে গানে সিনেমা’। আগামী ৭ থেকে ১২ নভেম্বর পর্যন্ত একতারা মঞ্চে হবে এই বিশেষ আয়োজন।যেখানে আলোচিত হবে বাংলা সিনেমায় লোকগান, রবীন্দ্রসঙ্গীত ও পাশ্চাত্য সুরের প্রভাব নিয়ে।
এবছরের চলচ্চিত্র উৎসবে বাংলা প্যানোরমা বিভাগে প্রদর্শিত হবে ‘কম্পি’, ‘পিঞ্জর’, ‘গেট আপ কিংশুক’, ঋত্বিক ঘটকের ‘কোমল গান্ধার’, ‘বাড়ি থেকে পালিয়ে’ ও ‘সুবর্ণরেখা’-সহ একাধিক সিনেমা।
পরিচালক ঋত্বিক ঘটক, গীতিকার ও সুরকার সলিল চৌধুরী, অভিনেতা সন্তোষ দত্ত-র মতো কিংবদন্তি শিল্পীদের একশো বছর উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে এ বছরের চলচ্চিত্র উৎসবে।
এ বছর ফেস্টিভ্যালের অন্যতম আকর্ষণ বলিউডের কালজয়ী ছবি ‘শোলে’-র ৫০ বছর পূর্তি উদযাপন।বাংলা চলচ্চিত্র উৎসব ঘিরে শুরু হয়ে গিয়েছে উন্মাদনা। অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে সাধারণ মানুষ থেকে বুদ্ধিজীবী।
Advertisement



