দুর্গাপুরের পাণ্ডবেশ্বর ব্লকের মহিলা ব্রিগেড ২১ জুলাই মমতার মুখ আঁকা ছবি শাড়িতে ধারণ করে ধর্মতলায় যান। ‘দিদি’র আঁচলই যে তাঁদের নিরাপদ আশ্রয় তা স্পষ্ট করতেই তাঁদের এই নয়া উদ্যোগ।
জানা গিয়েছে, পাণ্ডবেশ্বর ব্লকের মহিলা ব্রিগেড রীতিমতো নজির গড়েছে ২১ জুলাই। তাঁদের পরনে ছিল হলদে পাড় দেওয়া সবুজ রঙের শাড়ি। আঁচলে আঁকা মুখ্যমন্ত্রীর মুখ। এই শাড়ি পরে তাঁরা এক বিশেষ বার্তা দিতে চেয়েছেন। তাঁদের বক্তব্য, দিদির আঁচলের তলায় তাঁরা সকলে সুরক্ষিত। অর্থাৎ বাংলার আপামর মেয়ে সুরক্ষিত। তাঁরা জানান, মুখ্যমন্ত্রী তাঁদের অন্তরে বিরাজ করেন। আজ তাঁকে অঙ্গে ধারণ করেছেন। দিদি তাঁদেরই অংশ। তাঁর আঁচলের তলায় মেয়েরা নিরাপদ। মেয়েদের নিরাপত্তা নিয়ে বিজেপি কেবল অপপ্রচার করে।
Advertisement
উল্লেখ্য, সমস্ত অভিযোগকে তুড়ি মেরে উড়িয়ে একুশের ভিড় স্পষ্ট করেছে বাংলা নিজের মেয়েকেই চায়। আর বাংলার সকল মেয়ে এই রাজ্যে নিরাপদ। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে বিজেপির সঙ্গে জোর টক্করে যেতে চলেছে তৃণমূল। মঞ্চে দলনেত্রীর বাম-বিজেপি বিসর্জনের হুঙ্কার সেই টক্করকেই ইঙ্গিত করেছে।
Advertisement
Advertisement



