• facebook
  • twitter
Tuesday, 22 October, 2024

করোনায় মৃত ২ , রাজ্যে আক্রান্ত ২৩৫

মারণ ভাইরাস করোনার প্রকোপ কখনো বেশি, আবার কখনোবা কম। তবে রাজ্যের পক্ষে সাময়িক স্বস্তি রয়েছে এখন। একধাক্কায় অনেকটা কমল রাজ্যের করোনা সংক্রমণ।

মারণ ভাইরাস করোনার প্রকোপ কখনো বেশি, আবার কখনোবা কম। তবে রাজ্যের পক্ষে সাময়িক স্বস্তি রয়েছে এখন। একধাক্কায় অনেকটা কমল রাজ্যের করোনা সংক্রমণ।

গত শুক্রবার বাংলায় করোনা আক্রান্ত হয়েছিল। ৬৫৭ জন। সেখানে শনিবার রাজ্যে আক্রান্ত হয়েছেন ২৩৫ জন। দৈনির সংক্রমণের নিরিখে শীর্ষে মহানগর কলকাতা।মৃত্যু হয়েছে দুজনের।তবে রাজ্যের সংক্রমণ নিম্নমুখী হওয়ায় স্বস্তিতে স্বাস্থ্যদপ্তর। রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী , শনিবার রাজ্যজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ২৩৫ জন।

যা গত শুক্রবারের তুলনায় কিছুটা কম। দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও এখনও শীর্ষে কলকাতা। কারণ , সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন ১১৬ জন। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা।

সেখানে আক্রান্ত ৫২ জন। তারপরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা।ওই জেলায় ১৮ জন কোভিড আক্রান্ত। দক্ষিণবঙ্গে করোনা চোখ রাঙাচ্ছে। তবে উত্তরের জেলাগুলিতে এখনও সংক্রমণ সেভাবে বাড়েনি

শুক্রবার কোচবিহার , আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম, কালিম্পং, মুর্শিদাবাদ এবং পুরুলিয়ায় কোভিড আক্রান্ত হননি কেউ।যা স্বক্তি জোগাচ্ছে স্থানীয়দের।বাড়বাড়ন্ত হবেনা,তা নিশ্চিত করে বলতে পারছেনা কেউই।