• facebook
  • twitter
Sunday, 8 December, 2024

শিলদার ইএফআর ক্যাম্পে হামলার ঘটনায় ১৩ মাওবাদীর যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: অবশেষে সাজা পেল মাওবাদীরা। শিলদার ইএফআর ক্যাম্পে ভয়াবহ হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে সাজা ঘোষণা করল মেদিনীপুর আদালত। দোষী সাব্যস্ত ২৩ জনের মধ্যে ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ। আজ, বুধবার এই নির্দেশ দিল মেদিনীপুর জেলা আদালত। তবে বাকি রয়েছে এখনও ১০ জন। তাদের সাজা এখনও ঘোষণা করা হয়নি। আগামীকাল বৃহস্পতিবার তাদের সাজা ঘোষণা

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: অবশেষে সাজা পেল মাওবাদীরা। শিলদার ইএফআর ক্যাম্পে ভয়াবহ হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে সাজা ঘোষণা করল মেদিনীপুর আদালত। দোষী সাব্যস্ত ২৩ জনের মধ্যে ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ। আজ, বুধবার এই নির্দেশ দিল মেদিনীপুর জেলা আদালত। তবে বাকি রয়েছে এখনও ১০ জন। তাদের সাজা এখনও ঘোষণা করা হয়নি। আগামীকাল বৃহস্পতিবার তাদের সাজা ঘোষণা করবে আদালত।

প্রসঙ্গত ২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি শিলদার ইএফআর ক্যাম্পে ভয়াবহ হামলা চালায় মাওবাদীরা। সেই হামলায় প্রাণ হারান ২৪ জন জওয়ান। ১৪ বছর পর এই মামলার রায় ঘোষিত হল। গতকাল, রবিবার এই মামলায় ২৩ জনকে দোষী সাব্যস্ত করা হয়।