১২ কোচের ট্রেন দাবি, বিক্ষোভ শিয়ালদহ ও হাসনাবাদে

Written by SNS Sealdah | August 24, 2021 7:30 pm

প্রতীকী ছবি (Photo: iStock)

সােমবার সকাল থেকে দফায় দফায় ট্রেন অবরােধ চললাে শিয়ালদহ-হাসনাবাদ শাখার বহিরা কালিবাড়ি রেলস্টেশনে। রেললাইনে গাছের গুড়ি ফেলে দিয়ে লাইনের দু ধারে বসে শয়ে শয়ে এলাকাবাসী দেখালেন বিক্ষোভ।

বেশ কয়েকবার রেল পুলিশ এলেও তা গড়িয়ে যায় দুপুর পর্যন্ত। এই রেল অবরােধে চরম যাত্রী ভােগান্তিতে পড়েন অফিস টাইমের যাত্রীরা। বিক্ষোভকারীদের দাবি- ‘ট্রেন কম , তাও অনিয়মিত। অত্যাধিক ভীড়ে চলন্ত ট্রেন থেকে পড়ছেন যাত্রীদের একাংশ। তাই ১২ কোচের ট্রেন দাবি তাদের।

সম্প্রতি দত্তপুকুর স্টেশনে এইরকম বিক্ষোভ দেখা গিয়েছিল। রেলের তরফে জানানাে হয়েছে। রাজ্যের অনুমতি না পেলে তারা লােকাল ট্রেন চালু করতে পারছেনা। স্টাফ স্পেশাল ট্রেনে সাধারণ যাত্রীরাও চাপছেন। তাই এই সমস্যা।