• facebook
  • twitter
Friday, 5 December, 2025

রাজ্য ওড়ানোর ছক, ১০০ কেজি বিস্ফোরকের মসলা সহ দ্রুত ৩ 

কলকাতা, ২০ অক্টোবর– এ যেন পুরো রাজ্য ওড়ানোর ছক। বিস্ফোরক তৈরির ১০০ কেজি মশলা উদ্ধার করল রাজ্য এসটিএফ। বুধবার বারাকপুরের কেউটিয়া এলাকায় অভিযান চালিয়ে ১০০ কেজি বিস্ফোরক মসলা সহ ৩ জনকে গ্রেপ্তার করে এসটিএফ। এত পরিমাণ বোমা তৈরির মশলা কোথা থেকে এল, কোথায় পাচার করার ছক ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্ত

কলকাতা, ২০ অক্টোবর– এ যেন পুরো রাজ্য ওড়ানোর ছক। বিস্ফোরক তৈরির ১০০ কেজি মশলা উদ্ধার করল রাজ্য এসটিএফ। বুধবার বারাকপুরের কেউটিয়া এলাকায় অভিযান চালিয়ে ১০০ কেজি বিস্ফোরক মসলা সহ ৩ জনকে গ্রেপ্তার করে এসটিএফ। এত পরিমাণ বোমা তৈরির মশলা কোথা থেকে এল, কোথায় পাচার করার ছক ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর বোমা উদ্ধার হচ্ছে। ভাটপাড়া এলাকা থেকে মাঝেমধ্যে বিস্ফোরণের খবর মেলে। কিংবা বিস্ফোরক উদ্ধার হয়। এবার বিপুল বোমা তৈরির মশলা উদ্ধার হল কেউটিয়া অঞ্চল থেকে। যা চিন্তা বাড়িয়েছে রাজ্য প্রশাসনের। ঘটনাস্থলে পৌঁছেছেন এসটিএফের কর্তারা।

রাজ্য এসটিএফ সূত্রে খবর, ৫০ কেজি পটাশিয়াম নাইট্রেট ও ৫০ কেজি আর্সেনিক সালফেট উদ্ধার হয়েছে। যা বিস্ফোরক তৈরির জন্য ব্যবহার করা হয়। হাতেনাতে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কাকিনাড়ার বাসিন্দা নরেশ চৌধুরী, ভাটপাড়ার বাসিন্দা উমেশকুমার রায় এবং জগদ্দলের বাসিন্দা শংকর পালকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

Advertisement

Advertisement