• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’! আগামী সপ্তাহ থেকে রয়েছে দুর্যোগের আশঙ্কা

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ২৪ অক্টোবরের মধ্যে ঘূর্ণিঝড় ‘দানা’ স্থলভাগে প্রবেশ করবে। ল্যান্ডফল হতে পারে অন্ধ্র-ওড়িশা সীমান্ত থেকে বাংলাদেশের মধ্যে কোনও এক জায়গায়।

দক্ষিণবঙ্গে বৃষ্টি অব্যাহত। আগামী সপ্তাহ থেকে বঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আগেই আভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। যার জেরে কালীপূজোর আগে বাংলায় রয়েছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে পশ্চিমবঙ্গের আবহাওয়ার আমূল পরিবর্তন হতে চলেছে। দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্তের অভিমুখ থাকবে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবর। যার ফলে আগামী সপ্তাহে বঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে।

Advertisement

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ২৪ অক্টোবরের মধ্যে ঘূর্ণিঝড় ‘দানা’ স্থলভাগে প্রবেশ করবে। ল্যান্ডফল হতে পারে অন্ধ্র-ওড়িশা সীমান্ত থেকে বাংলাদেশের মধ্যে কোনও এক জায়গায়। যার ফলে কালীপুজোর আগে বঙ্গে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস।

Advertisement

আগেই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পূর্বাভাস দেওয়া হয়, কয়েকদিনের মধ্যেই কলকাতা সহ দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বৃষ্টি বাড়বে। তারই মধ্যে এলো ঘূর্ণিঝড় ‘দানা’ র খবর। তবে ঘূর্ণিঝড় ‘দানা’ র অভিমুখ এবং গতি নিয়ে এখনও কিছু জানানো হয়নি হাওয়া অফিসের পক্ষ থেকে।

নিম্নচাপের জেরে বাড়তে পারে নদীর জলস্তর, উত্তাল হবে সমুদ্র। তাই মৎস্যজীবীদের আগামী ক’দিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, ৫ ফুটের বেশি উচ্চতার ঢেউয়ের দেখা মিলবে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি বাড়বে বলে মনে করা হচ্ছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় বলে জানিয়েছে হাওয়া অফিস।

Advertisement