মঙ্গলবার জম্মু ও কাশ্মীরে তৃতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ সম্পন্ন হল। কাশ্মীরের ১৬টি ও জম্মুর ২৪টি আসনে এদিন ভোটগ্রহণ হয় । এদিন মোট ৪১৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হল। এদিন প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করলেন মোট ৩৯ লক্ষ ১৮ হাজার ভোটার। উত্তর কাশ্মীরের সীমান্তবর্তী তিনটি জেলায় নির্বাচন হয়। সকাল ৭টা থেকে বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয় , চলে সন্ধে ৬টা পর্যন্ত। উপত্যকায় শান্তি বজায় রাখতে ৪০৪ কোম্পানিরও বেশি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। সকাল থেকে মোট ৪০টি আসনে ৬৫.৬৫ শতাংশ ভোট পড়েছে। সবথেকে বেশি ভোট পড়ে সাম্বা জেলায়, ৭৩.৪৫ শতাংশ , অন্যদিকে ভোটদানের হার সবথেকে কম বারামুল্লায়, ৫৫.৭৩ শতাংশ।