তথ্যপ্রমাণ ঘেঁটে সিবিআই আধিকারিকরা জানতে পেরেছেন, আরজি কর হাসপাতালের নির্যাতিতা ওই তরুণী-চিকিৎসকের বিরুদ্ধে তাঁরই বিভাগের বেশ কয়েকজন জুনিয়র চিকিৎসক অভিযোগ করেছিলেন। আরজি কর-এ ধর্ষণ ও খুনের ঘটনায় সেই হাসপাতালেরই ৪ জন জুনিয়র চিকিৎসককে বুধবার ডেকে পাঠাল সিবিআই। এই জুনিয়র-চিকিৎসকদের কাছ থেকে তদন্তকারী আধিকারিকরা জানতে চান, কেন নির্যাতিতা ওই তরুণী চিকিৎসকের বিরুদ্ধে হাসপাতালে অভিযোগ দায়ের করা হয়েছিল।