• facebook
  • twitter
Friday, 5 December, 2025

অনুশীলনে হাজির হতেই জিদানকে নিয়ে জল্পনা ম্যান ইউ শিবিরে

আসলে এই মুহূর্তে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হ্যাগের গদি টলমল। ২০২২ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে কোচ হয়ে আসেন টেন হ্যাগ।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচের পদ নিয়ে বেশ কয়েকটি নাম সবার কাছে ঘোড়াফেরা করছে। শোনা যাচ্ছে, এরিক টেন হ্যাগকে সরানো হলে রেড ডেভিলদের কোচের পদে প্রথম পছন্দ হিসাবে সবার আগে নাম উঠে আসতে পারে জিনেদিন জিদানের। সেই জল্পনার মধ্যেই একটি ক্লাবের ট্রেনিং সেশনে গিয়ে হাজির হলেন জিদান। তবে কি ম্যানেজার পদে প্রত্যাবর্তনের আগে মহড়া শুরু করলেন ফরাসি কিংবদন্তি? তাই জিদানের নাম নিয়েই হৈ-চৈ শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি জিদানকে দেখা গিয়েছে স্পেনের ক্লাব রিয়াল বেটিসের অনুশীলনে। আসলে বেটিসেই খেলেন জিদানের ছেলে এলিয়াজ। বুধবারই রিয়াল বেটিসের অনুশীলনে যোগ দিয়েছেন এলিয়াজ।

ছেলের অনুশীলন দেখতেই সম্ভবত বেটিসের মাঠে গিয়েছিলেন জিদান। তবে সেই জল্পনা পুরোটাই ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কেন্দ্রিক। আসলে এই মুহূর্তে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হ্যাগের গদি টলমল। ২০২২ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে কোচ হয়ে আসেন টেন হ্যাগ। সেসময় প্রিমিয়ার লিগে দাপট ছিল একই শহরের পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটির। অন্যদিকে আরেক প্রতিদ্বন্দ্বী লিভারপুলও ক্লপের হাত ধরে সাফল্যের শিখরে উঠেছিল। সেই সময়ে এসে টেন হ্যাগ জানিয়েছিলেন, এবার প্রতিপক্ষের যুগ শেষ হবে। কিন্তু উলটোটাই হয়। ধারাবাহিক ব্যর্থতার জেরে টেন হ্যাগের ভবিষ্যৎ নিয়েই বিস্তর প্রশ্ন উঠছে। আগেও শোনা গিয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচের পদে আসতে পারেন জিদান। তাই নতুন করে জিদানের নাম নিয়ে শুরু হয়েগিয়েছে বেশ কিছু জল্পনা।

Advertisement

Advertisement

Advertisement