• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পানিহাটিতে বাড়িতে ডেকে যৌন নির্যাতন, অভিযুক্ত বিজেপি নেতাকে মারধর স্থানীয়দের, পরে গ্রেপ্তার

ধৃত স্পন্দন দাস নামের ওই ব্যক্তি ১০৯ নম্বর বুথের বিজেপির সভাপতি

এক মহিলাকে বাড়িতে আটকে রেখে তাঁর উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগে এক বিজেপি নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার পানিহাটিতে। ধৃত স্পন্দন দাস নামের ওই ব্যক্তি ১০৯ নম্বর বুথের বিজেপির সভাপতি ।

উল্লেখ্য, অসুস্থ ব্যক্তিকে দেখাশোনার কাজের কথা বলে এক মহিলাকে নিজের বাড়িতে নিয়ে এসেছিলেন স্পন্দন। ওই মহিলা পেশায় আয়া। তাঁকে টালিগঞ্জ থেকে নিয়ে এসেছিলেন ওই বিজেপি নেতা। এরপর বাড়িতে আটকে রেখে সারা রাত ধরে স্পন্দন ওই মহিলার উপর যৌন নির্যাতন চালান বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভোরে ওই মহিলা কোনওভাবে পালিয়ে এসে স্থানীয়দের ঘটনার কথা জানান। তারপরই বিষয়টি সামনে আসে। অভিযুক্ত পালানোর চেষ্টা করলে তাঁকে ধরে মারধর করেন স্থানীয়রা। পরে ঘোলা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।

Advertisement

এই খবর প্রকাশ্যে আসতেই মাঠে নেমে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। একযোগে আক্রমণ শানিয়েছে বিজেপিকে। আর জি কর ইস্যুতে বর্তমানে ঘরে বাইরে চাপের মুখে রাজ্য। এই পরিস্থিতিতে বিজেপিকে পাল্টা চাপে ফেলার চেষ্টায় তৃণমূল কংগ্রেস।

Advertisement

Advertisement