• facebook
  • twitter
Saturday, 20 December, 2025

১০ মিনিটের মধ্যে বাড়িতে বসে পেয়ে যান বিএসএনএল–র সিম কার্ড

পাশাপাশি 5জি পরিষেবা চালুর পরিকল্পনা করছে সরকারি এই টেলিকম সংস্থা

এবার বাড়িতে বসে ১০ মিনিটের মধ্যে পেয়ে যাবেন বিএসএনএলের সিম। টেলিকম সংস্থার ওয়েবসাইটের তথ্য অনুসারে, বিএসএনএল একটি সংস্থার সঙ্গে যৌথভাবে বাড়ি বাড়ি সিম কার্ড সরবরাহ করা শুরু করেছে। এর আগে অন্যান্য সংস্থা এই পরিষেবা দিলেও বিএসএনএলের তরফে প্রথম এই সুবিধা চালু করা হল। এর পাশাপাশি 5জি পরিষেবা চালুর পরিকল্পনা করছে সরকারি এই টেলিকম সংস্থা।

বাড়িতে বসে বিএসএনএলের সিম কার্ড পেতে https://prune.co.in/- এই ওয়েবসাইটে লগ ইন করতে হবে। তারপর সিম কার্ড কিনে সেখানে দেশ হিসেবে ভারত ও নেটওয়ার্ক হিসেবে বিএসএনএল–র উল্লেখ করতে হবে। এবার নাম, ঠিকানা আর ইমেইল আইডি দিলেন সিম কার্ড বাড়িতে পৌঁছে যাবে।

Advertisement

উল্লেখ্য, জুন মাসের শেষ সপ্তাহে ভারতের বেসরকারি সংস্থাগুলি রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধির ঘোষণা করেছিল। জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া নিজেদের প্ল্যানের দাম বাড়িয়েছে। এর মধ্যে জিও সব থেকে বেশি দাম বাড়িয়েছে। এই দাম বৃদ্ধিকালীন সময়ে ব্যবহারকারীদের স্বস্তি যোগাচ্ছে বিএসএনএল। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে গ্রাকদের সংখ্যা। এর জেরে প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে জিও সহ অন্যান্য সংস্থাগুলি।

Advertisement

ইতিমধ্যেই 4জি পরিষেবা দিতে শুরু করেছে বিএসএনএল। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন, অক্টোবরের শেষের দিকে প্রায় ৮০,০০০ টাওয়ার স্থাপন করা হবে এবং বাকি ২১,০০০ টাওয়ার বসানো হবে ২০২৫ সালের মধ্যে।

 

Advertisement