• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

১৮ বছর পরে লক্ষ্মীলাভ, ২৬২ কোটির মুনাফা বিএসএনএলের

দীর্ঘ ১৮ বছর পর অবশেষে লাভের মুখ দেখল রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল।

১৮ বছর পর লাভের মুখ দেখল রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল। অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে ২৬২ কোটির মুনাফা পেয়েছে সংস্থাটি। গত ৬ মাসের মধ্যেই সারা দেশে ৫৫ লক্ষ গ্রাহক যুক্ত হয়েছেন এই টেলিকম সংস্থার সঙ্গে। যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া রাজ্যসভায় এই তথ্য জানিয়েছেন।

২০২৩-২৪ অর্থবর্ষের অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে বিএসএনএল সংস্থার ১২৬২ কোটি টাকার লোকসান হয়েছিল। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানান, ওই একই ত্রৈমাসিকে ২০২৪-২৫ অর্থবর্ষে ২৬২ কোটি টাকার মুনাফা হয়েছে সংস্থার। সারা দেশে ১ লক্ষ ৪জি টাওয়ার লাগানো কাজ শুরু করেছে বিএসএনএল। এখনও পর্যন্ত ৭৩,৩২৬টি টাওয়ার লাগানো হয়েছে। বাকি টাওয়ারগুলি বসে গেলে ৪জি পরিষেবা পাবেন ১.৮৫ কোটি মানুষ। এই লক্ষ্যমাত্রা পূরণ হলেই দেশে ৫জি নেটওয়ার্ক বসানোর কাজও শুরু হয়ে যাবে বলে জানান জ্যোতিরাদিত্য।

Advertisement

যোগাযোগ মন্ত্রী বলেন, ‘২০২৪ সালের জুন মাস থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর সংস্থা বিএসএনএলে ৫৫ লক্ষ গ্রাহক যুক্ত হয়েছেন। এর ফলে বিএসএনএলের গ্রাহকসংখ্যা ৮.৫৫ কোটি গ্রাহক থেকে এক লাফে পৌঁছে গিয়েছে ৯.১ কোটিতে। বিএসএনএল এখন মুনাফার রাস্তায় চলতে শুরু করেছে। গ্রাহক পরিষেবা উন্নত করার লক্ষ্যেও একাধিক পদক্ষেপ করা হচ্ছে।’

Advertisement

একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, সরকারি টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড খুব শীঘ্রই ভারতে চালু করতে চলেছে ৫জি। ইতিমধ্যে বেশ কিছু শহরে ৫জি ট্রায়ালও শুরু করার পরিকল্পনা করেছে তারা। সূত্রের খবর, জয়পুর, লখনউ, চণ্ডীগড়, ভোপাল, কলকাতা, পাটনা, হায়দরাবাদ, চেন্নাই এবং আরও কিছু রাজ্যের রাজধানীতে ৫জি পরিষেবা কার্যক্রম শুরু করবে বিএসএনএল। এছাড়া বিএসএনএল কানপুর, পুনে এবং বিজয়ওয়াড়ার মতো অনেক শহরে বেস ট্রান্সসিভার স্টেশন (বিটিএস) চালু করছে।

Advertisement