• facebook
  • twitter
Friday, 5 December, 2025

তৃতীয় টি-টোয়ান্টি মায়চে ভারতের মেয়েরা হারল

জোহানেসবার্গ- দুর্দান্তভাবে শুরু করার পরেও মাঝের সারির ব্যাটসম্যানেরা ভেঙে পড়ায় তৃতীয় টি-২০ আন্তর্জাতিক ম্যাচে ভারতীয় মেয়েরা রবিবার দক্ষিণ আফ্রিকার কাছে পাঁচ উইকেটে হেরে গেল। পাঁচ ম্যাচের সিরিজে প্রথম দুটিতে জেতার পর ভারতের মেয়েরা জয়ের লক্ষ্যে মাঠে নেমেছিল। কিন্তু ১২ ওভারে দু উইকেটে ৯৩ রান তোলার পর ভারত ১৭.৫ ওভারে ১৩৩ রান করে সকলে অল আউট

তৃতীয় টি-টোয়ান্টি মায়চে ভারতের মেয়েরা হারল

জোহানেসবার্গ- দুর্দান্তভাবে শুরু করার পরেও মাঝের সারির ব্যাটসম্যানেরা ভেঙে পড়ায় তৃতীয় টি-২০ আন্তর্জাতিক ম্যাচে ভারতীয় মেয়েরা রবিবার দক্ষিণ আফ্রিকার কাছে পাঁচ উইকেটে হেরে গেল।

পাঁচ ম্যাচের সিরিজে প্রথম দুটিতে জেতার পর ভারতের মেয়েরা জয়ের লক্ষ্যে মাঠে নেমেছিল। কিন্তু ১২ ওভারে দু উইকেটে ৯৩ রান তোলার পর ভারত ১৭.৫ ওভারে ১৩৩ রান করে সকলে অল আউট হয়ে যায়।

Advertisement

ফলে সিরিজের ফল দাঁড়িয়েছে এখন ২-১। পালটা ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার প্রথম সারির ব্যাটসম্যানরা ভালো রান তোলায় এক ওভার বাকি থাকতে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় তারা।

Advertisement

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডেন ভ্যান নিকর্ক ২০ বলে ২৬ এবং সুলে লুইস ৩৪ বলে ৪১ রান করে ইনিংসে মোড় ঘুরিয়ে দিতে শুরু করেন। পরে অধুনায়িকা আউট হয়ে গেলেও তৃতীয় উইকেটে ৫০ রান যোগ করেন মিগনন ডু প্রিজ।

টসে হেরে ব্যাট করতে নেমে ভারত অধিনায়িকা হরমনপ্রীত কাউরের ৩০ বলে ৪৮ রানের দৌলতে আরম্ভটা দারুন করলেও তিনি ও মানধানা ৩৭ রান করে আউট হয়ে যাওয়ার পর ভারতের আর কোনও ক্রিকেটারই আর ক্রিজে টিকে থাকতে পারেননি। দু-দেশের মধ্যে চতুর্থ টি-২০ ম্যাচ হবে সেঞ্চুরিয়নে, বুধবার।

Advertisement