কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজের মধ্যেই এক মহিলা চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই পুলিশ এই ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে পেশ করে এবং আদালতের নির্দেশে ধৃতকে নিজেদের হেফাজতে নিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনও তদন্তের পক্ষে তাঁর মতামত ব্যক্ত করে, এই ধরনের ব্যক্তিদের ‘ফাঁসিতে ঝোলানো’র কথা বলেছেন।
এদিকে ওই মহিলা চিকিৎসকের এভাবে মৃত্যুর ঘটনায় প্রতিবাদ শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। যা থেকে বাদ গেল না বোলপুর-শান্তিনিকেতন। শনিবার ১০ আগস্ট শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডাক্তারি পড়ুয়া ছাত্রছাত্রীরা মহিলা চিকিৎসকের নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বোলপুর চৌ-রাস্তা থেকে একটি ধিক্কার মিছিল বের করেন। তাঁদের হাতে সমস্ত ঘটনার তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেওয়া হয়। মিছিলটি শান্তিনিকেতনে গিয়ে শেষ হয়।
Advertisement
Advertisement
Advertisement



