নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অশান্ত বাংলাদেশে প্রাণ বাঁচাতে এক ভারতীয় যুবক হোটেলের চার তলা থেকে ঝাঁপ দিয়েছেন । হাঁটু থেকে তাঁর দুটো পা ভেঙে যাওয়ার পাশাপাশি গুরুতর আঘাত লেগেছে তাঁর পীঠে। বাংলাদেশ থেকে অ্যাম্বুলেন্স ফিরতে হল দেশে। কয়েকদিন আগে অসমের বাসিন্দা রবিউল ইসলাম ব্যবসার কাজে বাংলাদেশে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন তাঁর ভাই শহিদ আলি। দুজনে যশোরের একটি হোটেলে উঠেছিলেন। হোটেলের ১২ তলার রুমে ছিলেন। দুপুরে বাইরে ভয়ঙ্কর আওয়াজ শুনে হোটেলের রুমের জানালা খোলেন। দেখতে পান, আন্দোলনকারীরা ঘিরে ফেলেছেন পুরো হোটেল। এমনকি আগুনও ধরিয়ে দেওয়া হয়েছে। চার তলা পর্যন্ত কোনও ক্রমে নেমেছিলেন। পরে চার তলা থেকেই দুই ভাই প্রাণ বাঁচাতে ঝাঁপ দেন। এখনও তাঁদের মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট।
আক্রান্ত যুবক বললেন, “ওরা তখন হোটেলে হামলা চালাচ্ছিল,বেপরোয়া ভাঙচুর চালাচ্ছিল। হোটেলের রুমে আমরা ছিলাম। আমাদের ওপর যে কোনও মুহূর্তে হামলা হতে পারত। কাপড় জামা ব্যাগে ভরে লিফটে না নেমে সিঁড়ি দিয়ে নামছিল। তারপর ওরা নীচে আগুন ধরিয়ে দিয়েছিল। পুরো সিঁড়ি দিয়ে ধোঁয়া ওপরে উঠে আসছিল। আমরা জানালা দিয়ে পাশের হোটেলে যাই। সেখান থেকে লাফ মারি।”
Advertisement
Advertisement
Advertisement



