• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বর্ধমানে ডেঙ্গু , এলেন রাজ্য স্বাস্থ্য প্রতিনিধি দল

আমিনুর রহমান, বর্ধমান, ১ আগষ্ট: শহর বর্ধমানের পৌরসভা এলাকায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের দেখতে এলেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এক প্রতিনিধি দল। পৌরসভার আধিকারিকদের সঙ্গে নিয়ে প্রতিনিধি দলের সদস্যরা সরেজমিন ঘুরে দেখেন বর্ধমানের ৩ নং ওয়ার্ডের এলাকা। রাজ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ডলি চৌধুরীর নেতৃত্বে ওই ওয়ার্ড এর প্রায় প্রতিটি বাড়িতেই প্রতিনিধি দল গিয়ে সকলের খোঁজ খবর নেন।

আমিনুর রহমান, বর্ধমান, ১ আগষ্ট: শহর বর্ধমানের পৌরসভা এলাকায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের দেখতে এলেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এক প্রতিনিধি দল। পৌরসভার আধিকারিকদের সঙ্গে নিয়ে প্রতিনিধি দলের সদস্যরা সরেজমিন ঘুরে দেখেন বর্ধমানের ৩ নং ওয়ার্ডের এলাকা। রাজ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ডলি চৌধুরীর নেতৃত্বে ওই ওয়ার্ড এর প্রায় প্রতিটি বাড়িতেই প্রতিনিধি দল গিয়ে সকলের খোঁজ খবর নেন। বর্তমানে ওই ওয়ার্ডে ১২ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে বলে পৌরসভা সূত্রে জানা গেছে। তারা অবশ্য বাড়িতেই আছেন।

এদিন প্রতিনিধি দলের সঙ্গে সহযোগিতা করেন পৌরসভার আধিকারিক তাপস মাকর, বিধায়ক খোকন দাস‌‌‌ সহ অন্যান্য কাউন্সিলররা। রসিকপুর এলাকার বাড়ি বাড়ি ঘুরে সকলকে সচেতন করা হয় এদিন। কয়েকটি বাড়িতে মশার লার্ভা পাওয়ার পর তাদের সচেতন করা হয়েছে বিশেষ ভাবে। অন্যদিকে ডেঙ্গু আক্রান্ত রোগীদের নিয়মিত ভাবে খোঁজ খবর নেওয়ার কাজ চালিয়ে যাওয়া হচ্ছে পৌরসভার পক্ষ থেকে। তবে বর্ধমান হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি নেই বলে দাবি করেছেন রাজ্য স্বাস্থ্য আধিকারিক। আতঙ্কের কোন কারণ নেই বলেও তিনি জানান।

Advertisement

Advertisement

Advertisement