• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বর্ধমান আদালতে আত্মসমর্পণ দিলীপের

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ১৯ জুলাই:  শুক্রবার বর্ধমানের ফৌজদারি আদালতে আত্মসমর্পণ করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের পরাজিত প্রার্থী দিলীপ ঘোষ। এদিন দুপুরে তিনি সরাসরি বর্ধমান আদালতে আসেন। গাড়ি থেকে নেমে কড়া নিরাপত্তা বলয়ে পৌঁছে যান আদালতে। সেখানে আইনজীবীর কাছে গিয়ে আদালতের কাগজপত্র সই সাবুদ করেন। তাঁর সঙ্গে ছিলেন জেলা বিজেপির সভাপতি অভিজিৎ

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ১৯ জুলাই:  শুক্রবার বর্ধমানের ফৌজদারি আদালতে আত্মসমর্পণ করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের পরাজিত প্রার্থী দিলীপ ঘোষ। এদিন দুপুরে তিনি সরাসরি বর্ধমান আদালতে আসেন। গাড়ি থেকে নেমে কড়া নিরাপত্তা বলয়ে পৌঁছে যান আদালতে। সেখানে আইনজীবীর কাছে গিয়ে আদালতের কাগজপত্র সই সাবুদ করেন। তাঁর সঙ্গে ছিলেন জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তা সহ অন্যান্য নেতা-নেত্রীরা। দিলীপ ঘোষ আসবে শুনে কৌতূহলী মানুষজনও ভিড় করেন আদালতে। তবে ডাকসাইটে নেতা কেন আদালতে, তা নিয়ে সবার আগ্রহ ছিল তুঙ্গে। প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন, লোকসভা নির্বাচনের দিন আমি বিভিন্ন বুথে বুথে ঘুরছিলাম। শহর বর্ধমানের কপিবাগান এলাকায় আমাদের কর্মী সমর্থকদের মারধর, মাথা ফাটিয়ে দেবার ঘটনা ঘটে। কিন্তু উল্টে আমারই বিরুদ্ধে মামলা করা হয়। সেই মামলার জন্য উপস্থিত থেকে জামিন নিলাম।

Advertisement

Advertisement