• facebook
  • twitter
Sunday, 7 December, 2025

জোড়াবাগান ট্রাফিক পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে মামলা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের জুলুমবাজি নিয়ে অভিযোগ কলকাতা পুলিশের বিরুদ্ধে। বেআইনিভাবে আর্থিক জরিমানা করার অভিযোগ এনেছেন এক ব্যক্তি। অভিযুক্ত জোড়াবাগান ট্রাফিক গার্ডের কর্মী। এই ঘটনায় দায়ের হল মামলা। বেআইনিভাবে জরিমানা করা হয়েছে বলে অভিযোগ মামলাকারীর । এ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এক শিক্ষক । বুধবার মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। শিক্ষকের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের জুলুমবাজি নিয়ে অভিযোগ কলকাতা পুলিশের বিরুদ্ধে। বেআইনিভাবে আর্থিক জরিমানা করার অভিযোগ এনেছেন এক ব্যক্তি। অভিযুক্ত জোড়াবাগান ট্রাফিক গার্ডের কর্মী। এই ঘটনায় দায়ের হল মামলা। বেআইনিভাবে জরিমানা করা হয়েছে বলে অভিযোগ মামলাকারীর । এ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এক শিক্ষক ।

বুধবার মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। শিক্ষকের অভিযোগ, -‘বেআইনি জরিমানার প্রতিবাদ করেছিলেন তিনি। এর পরই ওই ট্রাফিক সার্জেন্ট অকথ্য ভাষায় কথা বলেন। এমনকী, উদ্ধত আচরণ করেন তিনি’। এর প্রতিবাদেই আদালতের দ্বারস্থ হয়েছেন শিক্ষক। এ বিষয়ে ট্রাফিক বিভাগের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Advertisement

এবার প্রথম নয়, এর আগেও কলকাতা ট্রাফিক পুলিশের বিরুদ্ধেও একাধিক অভিযোগ উঠেছে। কিছুদিন আগে হাওড়া ব্রিজে এক আইনজীবীকে বেআইনিভাবে জরিমানা করা হয়েছিল। যা নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ওই আইনজীবী । এক ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়েছিল। এবার ফের ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হলেন এক শিক্ষক। খুব তাড়াতাড়ি এই মামলার শুনানি রয়েছে বলে জানা গেছে।

Advertisement

Advertisement