• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

কর্মযােগী বলে অমিতকে ঢালাও প্রশংসা মুকেশ আম্বানির

সত্যিকারের কর্মযােগী খুঁজে পেয়েছে ভারত, খুঁজে পেয়েছে নয়া 'আয়রনম্যান'কেও। অন্তত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানিতাে পেয়েছেনই।

সত্যিকারের কর্মযােগী খুঁজে পেয়েছে ভারত, খুঁজে পেয়েছে নয়া ‘আয়রনম্যান’কেও। অন্তত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানিতাে পেয়েছেনই। বৃহস্পতিবার ভারতের এই ধনকুবের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভূয়সী প্রশংসায় ভরিয়ে তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।

মুকেশ আম্বানির কথায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একজন সত্যিকারের কর্মযােগী এবং ভারতের আয়রনম্যান। যদিও এর আগে পর্যন্ত আপামর ভারতবাসী ভারতের ‘আয়রনম্যান’ বলতে সর্দার বল্লভভাই প্যাটেলকেই বুঝতাে।

Advertisement

গান্ধিনগরের পণ্ডিত দীনদয়াল পেট্রোলিয়াম বিশ্ববিদালয়ের সমাবর্তন অনুষ্ঠান সমাবেশে বক্তব্য রাখেন ভারতের ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানি। তিনি বলেন, ‘অমিতভাই, আপনি একজন সত্যিকারের কর্মযােগী, আপনি সত্যই আমাদের দেশের আয়রনম্যান। প্রথমে গুজরাত এবং এখন ভারত আপনার মতাে নেতৃত্ব পেয়ে ধন্য হয়েছে।

Advertisement

Advertisement