প্রথমবার এমন দিন এল কাশ্মীরে। ৩৭০ ধারা রদ হওয়ার পর এই প্রথম কাশ্মীরের সরকারি অফিসগুলি থেকে সরিয়ে দেয়া হল জম্মু-কাশ্মীরের নিজস্ব পতাকা। আর সেই জায়গায় উড়তে শুরু করলাে ভারতের নিজস্ব পতাকা।
জম্মু-কাশ্মীরের প্রশাসন সূত্রে জানানাে হয়েছে, এবার থেকে কাশ্মীরের সরকারি দপ্তরগুলিতে ভারতের পতাকাই দেখা যাবে। ৩৭০ ধারা রদ হওয়ার পরেও বেশ কিছুদিন কাশ্মীরের সরকারি ভবনগুলিতে তাঁদের নিজস্ব পতাকা লাগানাে ছিল। গত সপ্তাহ থেকেই সেগুলি আস্তে আস্তে সরিয়ে দেয়া হতে থাকে। অবশেষে রবিবার সমস্ত পতাকা সরে গিয়ে সেই জায়গায় উড়তে শুরু করলাে জাতীয় তেরঙ্গা পতাকা।
Advertisement
এতদিন জম্মু-কাশ্মীরের নিজস্ব পতাকা ভারতের জাতীয় পতাকার সমান মর্যাদা পেত। ১৯৫২ সাল থেকে জম্মু-কাশ্মীর সরকার আলাদা পতাকার অধিকারী হয়েছিল। অন্তর্ভুক্তি চুক্তির সঙ্গেই কাশ্মীরের তরফে পৃথক পতাকা রাখার বিষয়টিও স্থান পায়। কিন্তু ৩৭০ ধারা রদ হওয়ার পর থেকে আর সেই বিষয়টির কোনাে জায়গা নেই।
Advertisement
Advertisement



