• facebook
  • twitter
Friday, 5 December, 2025

জম্মুর জঙ্গি হামলার ঘটনায় মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধি

দিল্লি, ১২ জুন – জম্মু ও কাশ্মীরে ধারাবাহিক জঙ্গি হামলার ঘটনায়  মোদি  সরকারকে নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। বুধবার এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘‘নরেন্দ্র মোদি  এখন অভিনন্দন বার্তার জবাব দিতে ব্যস্ত। জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলায় নৃশংসভাবে খুন হওয়া পুণ্যার্থীদের পরিবারের কান্না শুনতে পাচ্ছেন না।’’ রবিবার জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় বৈষ্ণো দেবীর মন্দিরে

দিল্লি, ১২ জুন – জম্মু ও কাশ্মীরে ধারাবাহিক জঙ্গি হামলার ঘটনায়  মোদি  সরকারকে নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। বুধবার এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘‘নরেন্দ্র মোদি  এখন অভিনন্দন বার্তার জবাব দিতে ব্যস্ত। জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলায় নৃশংসভাবে খুন হওয়া পুণ্যার্থীদের পরিবারের কান্না শুনতে পাচ্ছেন না।’’

রবিবার জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় বৈষ্ণো দেবীর মন্দিরে যাওয়ার সময় পুণ্যার্থীদের বাসে জঙ্গি হামলার ঘটনা ঘটে। জঙ্গিদের আক্রমণে মৃত্যু হয়  ৯ জনের। আহত হন প্রায় ৪০ জন। উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থানের  পুণ্যার্থীদের নিয়ে  জম্মুর শিবখড়ি মন্দির থেকে কাটরায় বৈষ্ণো দেবীর মন্দিরের উদ্দেশে যাচ্ছিল  বাসটি। সেই সময় হামলা চালায় জঙ্গিরা। মঙ্গলবার কাঠুয়া জেলার হিরানগরীতে কয়েকটি বাড়িতে ঢুকে গুলি চালায় একদল জঙ্গি। রাতে হামলা হয় ডোডার সেনা ছাউনিতে ।
 
গত তিন দিনে কাশ্মীর উপত্যকায় তিনটি জঙ্গি হামলার ঘটনার পরেও প্রধানমন্ত্রী মোদি  কেন নীরব, তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাহুল। তাঁর প্রশ্ন , ‘‘কেন বিজেপির শাসনে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ধরা হচ্ছে না তার জবাব চাইছে দেশ।’’ কেরল সফরে গিয়ে বুধবার রাহুল লোকসভা ভোটে বারাণসীতে মোদির জয়ের ব্যবধান  কমে যাওয়া নিয়ে বলেন ,  ‘অল্পের জন্য রক্ষা পেয়েছেন মোদি ।’

Advertisement

Advertisement