ময়নাগুড়ি, ৩০ মে: শাশুড়িকে জুতোর মালা পরিয়ে গ্রেফতার জামাই।এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে। এখানকার আমগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ৬৫ বছর বয়সী ওই বৃদ্ধার বাড়ি চ্যাংমারি এলাকায়। তাঁর মেয়ের বাড়ি আমগুড়ি এলাকায়। তাঁর নাতনি অসুস্থ থাকায় গতকাল বুধবার তাকে দেখতে ওই বৃদ্ধা মেয়ের বাড়িতে আসেন। সেখানে এসেই জামাইয়ের হাতে চরম নিগ্রহের শিকার হন।
অভিযোগ অসুস্থ নাতনিকে দেখতে মেয়ের বাড়িতে প্রবেশ করতেই আচমকা জামাই রমেশ রায় বলেন, আমি আপনাকে জুতোর মালা পরাব। কথাটা বলতে বলতেই তিনি শাশুড়ির গলায় জুতোর মালা পরিয়ে দেন। ঘটনায় চরম সম্মানিত শাশুড়ি ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর ময়নাগুড়ি থানার পুলিশ গতকাল রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।
Advertisement
এদিকে অভিযুক্ত রমেশ রায় বলেন, আমার শাশুড়ি আমার সংসারে অশান্তি বাধানোর জন্যই এসেছিলেন। আমার এবং আমার স্ত্রীর মধ্যে ঝামেলা বাধানোর জন্যই তিনি বাড়িতে আসেন। আর সেই কারণেই তাঁকে জুতোর মালা পরিয়েছিলাম।
Advertisement
Advertisement



