• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কর্মকাণ্ড নিয়ে সন্দিহান অধীরও

নিজস্ব প্রতিনিধি— কার্তিক মহারাজকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে একেবারেই আপত্তি করলেন না প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী৷ সোমবার অধীর জানিয়ে দিলেন, কার্তিক মহারাজের ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মূল্যায়ন তার সঙ্গে তাঁর মতের ফারাক নেই৷ কার্তিক মহারাজের কর্মকাণ্ড মুর্শিদাবাদ জেলা তথা বহরমপুরেই বেশি৷ এদিন সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরীকে প্রশ্ন করা হয়, কার্তিক মহারাজ মুখ্যমন্ত্রীকে আইনি

ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধি— কার্তিক মহারাজকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে একেবারেই আপত্তি করলেন না প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী৷ সোমবার অধীর জানিয়ে দিলেন, কার্তিক মহারাজের ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মূল্যায়ন তার সঙ্গে তাঁর মতের ফারাক নেই৷ কার্তিক মহারাজের কর্মকাণ্ড মুর্শিদাবাদ জেলা তথা বহরমপুরেই বেশি৷ এদিন সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরীকে প্রশ্ন করা হয়, কার্তিক মহারাজ মুখ্যমন্ত্রীকে আইনি নোটিস পাঠিয়েছেন৷ চার দিনের মধ্যে জবাব চেয়েছেন৷ কী বলবেন? উত্তরে অধীর বলেন, ‘সে যাঁর যা ইচ্ছা করতেই পারেন৷ তবে যাঁর কথা বলছেন, তিনি এখানে সেভাবেই পরিচিত৷ তাঁর চরিত্র মোটেই সাধুসন্ত সুলভ নয়৷’ আরও বলেন, ‘তাঁর পরিচিতি নিয়ে এখানে বহু মানুষের মনে প্রশ্ন রয়েছে৷ সে সরাসরি রাজনৈতিক ব্যক্তি হিসাবে এলাকার মানুষের কাছে পরিগণিত হয়৷’

প্রসঙ্গত, শনিবার আরামবাগের গোঘাটের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘সব সজ্জন সমান হয় না৷ সব সাধুও নয়৷ আমাদের মধ্যেই কি সবাই সমান আছেন? আমি আইডেনটিফাই করেছি বলেই বলছি৷’ কার্তিক মহারাজকে উদ্দেশ্য করে সেই সভামঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি ভারত সেবাশ্রম সংঘকে অনেক সম্মান করতাম৷ কিন্ত্ত যে লোকটা তৃণমূলের এজেন্টকে বসতে দেন না তাঁকে আমি সাধু বলে মনে করি না৷’ ঘটনার পরই তীব্র প্রতিক্রিয়া জানান কার্তিক৷ প্রথমে তিনি মমতার উদ্দেশে বলেন, ‘ওঁর চৈতন্য হোক’৷ তার পর এও বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে চ্যালেঞ্জ জানিয়েছেন৷ পাল্টা আমিও চ্যালেঞ্জ জানাচ্ছি৷ আমার সঙ্গে কোনও ডন নেই, গুন্ডাও নেই৷ আমি যদি কোনও বুথে তৃণমূলের এজেন্টকে বসতে না দিয়ে থাকি তাহলে প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি কেন? আমি একজন হিন্দু সন্ন্যাসী, আইনজীবীদের জানিয়েছি, আইন মেনেই পদক্ষেপ নেওয়া হবে৷’ সোমবার জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীকে আইনি নোটিস পাঠিয়েছেন কার্তিক মহারাজ৷ অধীর চৌধুরী বলেন, ‘রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘ দেশের সেবা করে৷ গোটা পৃথিবী জুডে় তাদের সংগঠন রয়েছে৷ তার মধ্যে কি বিচু্যতি নেই৷ অবশ্যই আছে৷ আমরা বক্তব্য একটাই, যাঁরা সাধু বা সন্ত তাঁদের কোনও রাজনৈতিক মঞ্চে যাওয়া উচিত নয়৷ তাতে সমাজে বিভ্রান্তি তৈরি হতে পারে৷’

Advertisement

Advertisement

Advertisement