• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

আড়াইশোর বেশি আসন নিয়ে একুশে মুখ্যমন্ত্রী হবেন মমতা : অভিষেক

ঠিক কতগুলি আসন তৃণমূল পেয়ে ক্ষমতায় আসবে সেই তথ্যও অভিষেক এদিন বলেছেন।

শহিদ দিবসে উপস্থিত জনসমুদ্র। (Photo: Kuntal Chakrabarty/IANS)

একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় তথা রাজ্য সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন, ২০২১ সালে রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত হবেই এবং তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এখানেই থেমে থাকেননি অভিষেক, ঠিক কতগুলি আসন তৃণমূল পেয়ে ক্ষমতায় আসবে সেই তথ্যও অভিষেক এদিন বলেছেন। তিনি বলেছেন, ২৫০টি আসনে জয়ী হয়ে তৃণমূল ক্ষমতায় ফিরবে।

Advertisement

বিজেপিকে তুলােধনা করে শাসকদলের এই প্রভাবশালী নেতা বলেন, মেশিন নয়, ব্যালট চাই। এটাই এবার আমাদের দাবি। বিজেপি কয়েকটি আসন পেয়ে নিজেরা নিজেদেরকে খুব বড় ভাবছে। ব্যালটে ভােট হলে বিজেপি ভােকাট্টা হয়ে যাবে।

Advertisement

ডায়মন্ডহারবারে চারশােটি বুথে তৃণমূল নাকি এজেন্ট বসতে দেয়নি। আসলে এসব অপপ্রচার। মুষ্টিমেয় কয়েকটি আসন নিয়ে যা খুশি তাই করছে।

এদিন বিজেপিকে তুলােধনা করে অভিষেক অভিযােগ করেন, ওদের রাজনীতি অস্ত্র নিয়ে, আমাদের বস্ত্র। ওরা জাতের রাজনীতি করে আমরা মানুষ যাতে ভাত পায় তার রাজনীতি করি। ওদের রাজনীতি কবরস্তান নিয়ে, আর আমরা চাই বেশি বেশি মানুষের কর্মসংস্থান।

অভিষেক ছড়াকেটে বুঝিয়ে দেন, আগামীতেই দেশকে দিশা দেখাতে পারে তৃণমূলই, দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন তিনি।

Advertisement