• facebook
  • twitter
Friday, 5 December, 2025

নরেশ গোয়েলের বিদেশ যাত্রা আটকালো আদালত

বিদেশ যেতে চাইলে যেতে পারেন, তবে তার আগে ১৮ হাজার কোটি টাকা জমা রাখতে হবে।

নরেশ গোয়েলে (File Image: Twitter/@jetairways)

বিদেশ যেতে চাইলে যেতে পারেন, তবে তার আগে ১৮ হাজার কোটি টাকা জমা রাখতে হবে। জেট এয়ারওয়েজ প্রতিষ্ঠাতা নরেশ গােয়েলকে মঙ্গলবার দিল্লি হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে।

তাঁর বিরুদ্ধে কেন্দ্রের জারি করা লুক আউট নােটিশকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে আবেদন করেছিলেন জেটের প্রাক্তন কর্তা। সেই আবেদনের শুনানি শুনে বিচারপতি সুরেশ কাইত বলেন এই মুহূর্তে গােয়েলকে কোনাে রকম অন্তর্বর্তীকালীন সুবিধে দেয়া হবে না।

Advertisement

তবে তিনি চাইলে বিদেশ যেতেই পারেন। তবে তার আগে তাঁকে ১৮ হাজার কোটি টাকা গ্যারান্টি বাবদ জমা রাখতে হবে। এই মামলার পরবর্তী শুনানি ২৩ আগস্ট।

Advertisement

গত ২৫ মে লন্ডন যাওয়ার জন্য নরেশ গােয়েল ও তাঁর স্ত্রী অনিতা দুবাইগামী একটি উড়ানে উঠতে গেলে এলওসি না থাকার দরুণ ওই উড়ান থেকে নামিয়ে দেওয়া হয়। যদিও গােয়েলের যুক্তি ছিল, ওই দিনই তিনি এলওসি’র (লুক আউট সার্কুলার) কথা জানতে পারেন। তাছাড়া তাঁর বিরুদ্ধে কোনাে এফআইআর বা ইসিআইআর’ও ছিল না বলে সেদিন জানিয়েছিলেন।

তাঁর আইনজীবী মনিন্দর সিং সওয়ালের সময় দাবি করেন, জেট গােষ্ঠীকে বাঁচানাের জন্য তহবিল সংগ্রহ করতেই দুবাই ও লন্ডন যাচ্ছিলেন নরেশ গােয়েল।

যদিও অতিরিক্ত সলিসিটার জেনারেল মনিন্দর আচার্য এবং কেন্দ্রীয় সরকারের আইনজীবী অজয় ডিগবল সওয়ালে জানান, যেখানে ১৮ হাজার কোটি টাকার এই বিরাট জালিয়াতির বিষয়ে এসএফআইও তদন্ত করছে সেখানে গােয়েলের উচিত তদন্তে সব রকম সাহায্য করা।

Advertisement