পাটনা, ২৯ মার্চ: বিহারে এক মহিলা ও তাঁর তিন শিশু সন্তানের রহস্য মৃত্যু। ঘটনাটি ঘটেছে মতিহারির পাহাড়পুর এলাকার বাওয়ারিয়া গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মর্মান্তিক এই খুনের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তে নামানো হয়েছে ফরেন্সিক দল। তাঁরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে।
খুনের প্রকৃত কারণ জানা না গেলেও এই ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারা। তাঁরা ওই মহিলার স্বামীর বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করেছেন। স্ত্রী ও সন্তানদের খুনের জন্য তাকে দায়ী করেছেন প্রতিবেশীরা। তাঁদের অভিযোগ, ওই মহিলার স্বামীই তিন সন্তান এবং স্ত্রীকে ধারাল অস্ত্র দিয়ে খুন করেছে। কারণ হিসেবে তাঁরা দাবি করেন, অভিযুক্ত স্বামী ইদু মিঁয়ার সঙ্গে তাঁর স্ত্রীর প্রায়ই বচসা লেগেই থাকত।
Advertisement
এদিকে ঘটনার পর ওই মহিলার স্বামী পলাতক। সেজন্য পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, পারিবারিক কলহের জন্যই ওই ব্যক্তি তার স্ত্রী ও তিন সন্তানকে খুন করে থাকতে পারে। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। মা ও তিন শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Advertisement
Advertisement



