আদালত সংবাদদাতা- বিজেপি নেতা মুকুল রায়ের অন্তর্বর্তী আগাম জামিন ৩১ মার্চ পর্যন্ত বহাল থাকল।
কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে পাবলিক প্রসিকিউটার শাশ্বতগোপাল মুখোপাধ্যায় বলেন, মুকুল রায়ের বিরুদ্ধে বীজপুর থানার আইও তদন্ত করছেন।
Advertisement
আরও সময় লাগবে প্রাথমিক রিপোর্ট পেতে। অন্যদিকে মুকুলবাবুর আইনজীবী আশিস সান্যাল বলেন, তাঁর মক্কেল কোনও অপরাধ করেননি। ডিভিশন বেঞ্চে ১৫ মার্চ ফের শুনানি হবে।
Advertisement
তার আগেই তদন্তের প্রক্রিয়া শেষ করতে বলে ডিভিশন বেঞ্চ। তবে মুকুল রায়কে বীজপুর থানার তদন্তকারী অফিসারের সঙ্গে সহযোগিতা করতে হবে।
উল্লেখ্য, ২০১৫ সালের জানুয়ারিতে উত্তর চব্বিশ পরগনার কাঁচড়াপাড়ার বাসিন্দা মৃণালকান্তি সিংহ রায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মুকুল রায়ের বিরুদ্ধে মৃতের এক আত্মীয় বৃজপুর থানায় এফআইআর করেন। তদন্ত শুরু করে পুলিশ। তিনি ১৯৯৬ সালে বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন।
Advertisement



