• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

বিষিয়ে দিচ্ছে মন জর্ডনে নিষিদ্ধ পাবজি

দেশের মনােবিদরা অনেক দিন ধরেই এই গেম খেলার জন্য তরুণ প্রজন্মের মনে কুপ্রভাবের অভিযােগ করেছিলেন। অবশেষে সেই অভিযােগ মেনে জর্ডনে নিষিদ্ধ হল পাবজি।

ভিডিয়ো গেম পাব জি(ছবি IANS)

শনিবার গােটা দেশে পিপলস আননােন ব্যাটলগ্রাউন্ড(পাবজি)নিষিদ্ধ করেছে জর্ডন। দেশের মানুষের মনে কুপ্রভাব ফেলছে এই গেমটি।তাই গােটা দেশে গেমটি নিষিদ্ধ করা হয়েছে বলে জানানাে হয়েছে।পাবজি গেম খেলার সময় যুদ্ধক্ষেত্রে একের পর এক খেলােয়ারকে নিহত করতে হয়।এই মুহুর্তে বিশ্বে সবচেয়ে জনপ্রিয় গেম এটি।

দেশের নাগরিকদের মনে এই গেমটি কুপ্রভাব ফেলছে,তাই গােটা দেশে নিষিদ্ধ করা হল বলে জর্ডনের টেলিকম নিয়ন্ত্রণকারী সংস্থা সূত্রে জানানাে হয়েছে।ইতিমধ্যেই দেশের নাগরিকদের এই গেম না খেলার নির্দেশ দেয়া হয়েছে।সেই দেশের মনােবিদরা অনেক দিন ধরেই এই গেম খেলার জন্য তরুণ প্রজন্মের মনে কুপ্রভাবের অভিযােগ করেছিলেন। অবশেষে সেই অভিযােগ মেনে জর্ডনে নিষিদ্ধ হল পাবজি।

Advertisement

Advertisement

Advertisement