• facebook
  • twitter
Tuesday, 16 December, 2025

পূর্ব মেদিনীপুরে উল্টে গেল সরকারি বাস, জখম বহু যাত্রী

কাঁথি, ১৯ ফেব্রুয়ারি: আজ, সোমবার সকালে কাঁথিতে পথ দুর্ঘটনা। উল্টে গেল একটি যাত্রী বোঝাই সরকারি বাস। ঘটনায় বেশ কয়েকজন যাত্রী জখম হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, ওই সরকারি বাসটি আসানসোল থেকে কাঁথির দিকে যাচ্ছিল। মাঝপথে বেলদা-কাঁথি রাজ্য সড়কে দুর্ঘটনাটি ঘটে। কাঁথির কচুড়ি বাসস্ট্যাণ্ডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। সঙ্গে সঙ্গে

কাঁথি, ১৯ ফেব্রুয়ারি: আজ, সোমবার সকালে কাঁথিতে পথ দুর্ঘটনা। উল্টে গেল একটি যাত্রী বোঝাই সরকারি বাস। ঘটনায় বেশ কয়েকজন যাত্রী জখম হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গিয়েছে, ওই সরকারি বাসটি আসানসোল থেকে কাঁথির দিকে যাচ্ছিল। মাঝপথে বেলদা-কাঁথি রাজ্য সড়কে দুর্ঘটনাটি ঘটে। কাঁথির কচুড়ি বাসস্ট্যাণ্ডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। জখমদের উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisement

তবে জখমদের আঘাত গুরুতর ছিল না। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। পুলিশের প্রাথমিক অনুমান, এদিন সকালে ঘন কুয়াশা ছিল। সেজন্য রাস্তায় দৃশ্যমানতা কম থাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে।

Advertisement

Advertisement